আইটি, কম্পিউটার ইঞ্জিনিয়ার তথা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স গ্রেজুয়েট যারা গভারমেন্ট,স্বায়ত্তশাসিত,পাবলিক লিমিটেড তথা প্রতিষ্ঠিত সফটওয়ার ফার্মে যারা চাকুরি খুজছেন তাদের জন্য আমরা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন পোস্টে কমরত তাদের কিছু দায়িত্ব থেকেই যায়, আমাদের জুনিয়রদের গাইড করার ব্যাপারে। আমরা মনে প্রানে বিশ্বাস করি যে, আমাদের জুনিয়রা আমাদের চাইতে অনেক অনেকগুন পারদর্শী তারপরও যদি এই গাইডলাইন গুলো হয়ত আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ইন্সট্রাক্টর (কম্পিউটার) ২০১৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ইন্সট্রাক্টর (কম্পিউটার) ২০১৮

পরীক্ষার তারিখঃ ১৮.০৪.২০১৮; নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা;পূ্র্ণমানঃ ২০০; কোডঃ মসলিন

বাংলা মানঃ ৫০  বিষয় কোড: ১০১

 

. যেকোন একটি বিষেয়ে রচনা লিখুনঃ                                                             ১৫

   . জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;

   . আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ;

   . পরিবেশ দূষণ ও তার প্রতিকার;

   . বাংলাদেশর পোশাক শিল্প;

   . একটি শিতের সকাল

 

. সারমর্ম লিখুনঃ                                                                                          

   নদীর এ পার কহে ছাড়িয়া নিশ্বাস,

   ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস,

   নদীর ও পার বসি দীর্ঘশ্বাস ছাড়ে-

   কহে, যাহা-কিছু সুখ সকলই ও পারে।।

সারমর্মঃ অতৃপ্তি মানবচরিত্রের একটি স্বভাবধর্মঅধিকাংশ মানুষই স্বীয় অবস্থায় সুখী ও সন্তুষ্ট নয়সুখী মানুষও নিজের চেয় অন্যকে মনে করে বেশি সুখীপরকে সুখী মনে করে নিজের দুঃখের মাত্রা বাড়িয়ে তোলার এই মানসিকতা মানুষকে কেবল অতৃপ্ত ও অসন্তুষ্ট করে না, করে তোলে পরশ্রীকাতর

. পত্রলিখুনঃ                                  

.বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তাবিষয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখুন।     ১০

   অথবা,

.ফেসবুকব্যবহারের সুফল ও কুফল জানিয়ে আপনার ছোট ভাইকে একটি পত্র লিখুন

উত্তর :                                                   

                                                                  ২২.০৫.২০১৮

                                                                                                         বাংলাবাজার, ঢাকা ১১০০

স্নেহের রশিদ,

আদর ও ভালোবাসা নিওআশা করি ভালো আছোগত পরশু  তোমার লেখা চিঠি পেয়েছিচিঠিতে জানতে পারলাম তোমার অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবেআরো জানতে পারলাম পরীক্ষার জন্য তুমি সর্বান্তক প্রস্তুতি শুরু করেছএ খবর জেনে আমি খুব খুশি হয়েছিতবে একটা কারণে মনটা খুব খারাপ হয়ে গেলতুমি আমার বন্ধু সেলিমকে তো চেন? সেলিমের ছোট ভাই ফেসবুকে আসক্ত ছিলসে ফেসবুক ব্যবহার করে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলমেয়েটি সম্পর্ককে কাজে লাগিয়ে সেলিমের ছোট ভাইকে প্রতারিত করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেবলার অপেক্ষা রাখে না আজ ছোট ভাইয়ের কারণে সেলিমদের সামাজিক অবস্থান নিচে নেমে গেছে

ফেসবুক ব্যাবহারের সুফল ও কুফল দুটি দিকেই রয়েছইন্টরনেট ব্যবহার করে আমরা খুব সহজেই সমাজিক যোগাযোগের একটা মাধ্যম খুঁজে পাইএবং আমরা খুব সহজেই ফেসবুকের প্রতি আকৃষ্ট হয়ে যাইফেসবুক হচ্ছে এমন একটা সোস্যাল নেটওয়ার্ক,যার উপর আমর দিন দিন আসক্ত হয়ে পড়ছি আমদের বুব্ধি বিবেক দিয়ে প্রযুক্তির সুন্দর ব্যবহার নিশ্চিত করতে হবেপ্রথিবীতে বর্তমানে প্রায় ১৫০ কোটি লোক ফেসবুক ব্যবহার করেফেসবুকের সুফল হলো সামাজিক ক্ষেত্রে যোগাযোগ রক্ষা করা সহজ হয়মিশরে হোসনি মোবারক সরকারের প্রতি অসন্তুষ্ট হয়ে লাখ লাখ মানুষ তাহরির স্কয়ারে জমা হয়েছিল ফেসবুকের একটা ছোট সূত্র ধরেইএরূ্প বহু সামাজিক আন্দোলণে ফেসবুকের অবদান রয়েছেবাংলাদেশের গনজাগরণের মঞ্চোর অন্দোলনে ফেসবুক প্রভাব পেলেছে এবং এছাড় ও অনেক আন্দোলনে ফেসবুক গতিধান করেছে

ফেসবুকে যেমন রয়েছে সুফল ও তেমনি রয়েছে ব্যাপক কুফলফেসবুকের কুফলগুলোর মধ্যে রয়েছে নানা রকম প্রতারনা, তরূণ- তরূণীরা মাদকের মত ফেসবুকে আক্রান্ত হয়ে পড়ে,সময়ের অপব্যবহার হচ্ছেঅল্প বয়সী ফেসবুক ব্যবহারকারী বেশীরভাগ ক্ষেত্রে অপরাধ জগতে জড়িয়ে পড়ে্

আমি জানি তুমি দায়িত্বশীল এবং আন্তসচেতফেসবুক ব্যবহারেও নিশ্চয়ই সচেতন হবেকখনোই তুমি ফেসবুকের নেতিবাচক ব্যবহারে জড়িয়ে পড়বেনা, এ আমার দৃঢ় বিশ্বাস

চিঠি পেয়ে উত্তর দিওনিয়োমিত  পড়াশোনা করদোয়া করি তুমি একজন আর্দশ মানুষ হয়ে দেশ ও দেশের সেবা করবেআজ আর নয়ভালো থেকো                                                                                            

ইতি

তোমার বড় ভাই

শাহিন রেজা 

 

 

প্রেরক

শাহিন রেজা

বাংলাবাজার,ঢাকা-১১০০

ডাকটিকিট

প্রাপক

রশিদ আহমেদ

দিরাই, সুনামগঞ্জ

 

 বাংলায় অনুবাদ করুনঃ  

The life of a student is a life of preparation- Preparation for the struggle of life. To make him well fitted for the struggle, education is necessary. Students of today will lead the nation tomorrow. But if their education is not completed they will not be able to lead the country to peace and prosperity.

অনুবাদঃ ছাত্রজীবন হলো প্রস্তুতির জীবন- জীবন যুদ্ধের প্রস্তুতিরএ যুদ্ধে তার যথাযোগ্য প্রস্তুতির জন্য চাই শিক্ষাআজকের ছাত্ররাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবেকিন্তু তাদের শিক্ষা যদি অসম্পূর্ণ থাকে, তারা দেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করতে সমর্থ হবে না

. যেকোন তিনটি প্রশ্নের উত্তর দাওঃ                                                           ´=১৫

. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন

উত্তরঃ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিম্নরুপ:

       i.            তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শদ্বের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবেযেমনস্বর্ণ, বৃক্ষ, সূর্য

    ii.            যেসব বানানে মূল সংস্কৃত ই-কার এবং উ-কার ও ঊ-কার উভয়ই শুদ্ধ হিসাবে গ্রহণ করেছে, সে গুলোতে শুধু ই-কার উ-কার হবেযেমন- কিংবদন্তি, চিৎকার, ধমনি, পদবি, ভঙ্গি, মঞ্জুর, সরণি, সূচিপত্র, উষা

 iii.            রেফ- এর পরে ব্যঞ্জনবর্ণের দ্বি হবে নাযেমন- অর্জ্জন, কার্ত্তিক, কার্য্য, সূর্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন , কার্তিক, সূর্য ইত্যাদি হবে

 iv.            সন্ধির ক্ষেত্রে ক, , , ঘ পরে থাকলে পদের অন্তঃস্থ ম স্থানে অনুস্বার () লেখা যাবেযেমন, অহংকার, ভয়ংকর, সংগীত, সংঘটন ইত্যাদি

    v.            ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণে- এর জন্যএবং sh, -sion, -ssion, -tion ইত্যাদি জন্য সাধরণতহবেযেমন- স্টেশন, কমিশন, শার্ট ইত্যাদি


. সাধু ও চলিত রীতির পাঁচটি পার্থক্য লিখুন

উত্তর: সাধু ও চলিত ভাষারীতির পাঁচটি প্রধান পার্থক্য দেয়া হলো:

. সাধু পণ্ডিতদের দ্বারা লিখিত ভাষারীতি হলো সাধুভাষাআর ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে চলিত ভাষারীতি

. সাধু ভাষারীতিতে তৎসম শব্দ প্রধান থাকেযেমন- গাছ, হাত, চোখ

. সাধু ভাষারীতিকে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের রূপ পূর্ণ থাকেযেমন- করিতে, করিলেন, তাহার, হইতে প্রভৃতিআর চলিত ভাষারীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুর্গের রূপ সংক্ষিপ্ত থাকেযেমন- করতে, করলেন, তারা, হতে প্রভৃতি

.সাধু ভাষারীতি গদ্য, নাটকের সংলাপ এবং বক্তৃতার অনুপযোগীআর এগুলোতে চলিত ভাষারীতি উপযোগী

.সাধু ভাষারীতি সম্পূর্ণ ব্যাকরণ মেনে চলেআর চলিত ভাষারীতি ব্যাকরণ মেনে চলে না

. যেকোন পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখুন :

     উজ্জল, পীপিলিকা, নাগরীক, আশক্তি, মিমাংসা,   

    উপকারিতা, গিতাঞ্জলি

উত্তর: 

প্রদত্ত শব্দ

শুদ্ধরূপ

উজ্জল

উজ্জল

পীপিলিকা

পিপীলিকা

নাগরীক

নাগরিক

আশক্তি

আসক্তি

মিমাংসা

মীমাংসা

উপকারীতা

উপকারিতা

গিতাঞ্জলি

গীতাঞ্জলি

. উল্লিখিত শব্দ গুলোর বিপরীত শব্দ লিখুন: অনুজ,  

    অগ্র, উপকার, উত্তম, শোক

উত্তর:

প্রদত্ত শব্দ

বিপরীত শব্দ

অনুজ

অগ্রজ

অগ্র

পশ্চৎ

উপকার

অপকার

উত্তম

অধম

শোক

হর্ষ

. ‘ঘরশব্দটির পাঁচটি সমার্থক শব্দ লিখুন

উত্তর: ‘ঘরশব্দটির পাঁচটি সমার্থক শব্দ হলো : গৃহ, কক্ষ, আশ্রয়, কুল, গদি

English

Marks: 50 ▫ Subject Code: 102

 

1. Write an essay on any of the following topics:                                                                        15

  1. Social Responsibilities of Student

[Hints: Introduction- How students can serve the society- the society- The areas where service may be don- How they can contribute to national development- Conclusion.]

  1. The life of a Freedom Fighter

[Hints: His preparation for the liberation war– His role during the war–His activities after the liberation– His dream for the future of Bangladesh–Conclusion]

2. Write a letter to editor of a newspaper expressing your concern about the reckless driving of motor vehicles in your area.                                                                                                 10

 

Ans:

18 April, 2018

The Daily star

64/65, Kazi Nazrul Islam Avenue, Dhaka-1215

Sub: Reckless Driving of Motor-cars in Malibag

 

Dear sir,

I shall be very happy if you kindly publish the following letter in your popular and esteemed daily.

Yours faithfully

Sharmin Akter

10, Malibag, Dhaka.

 

Reckless Driving of motor-cars in Malibag

Accidents have become a regular news in the streets of Malibag. Here reckless driving is mainly responsible for street accident. Because of reckless driving travelling by motor cars has become very accident prone. Not only the passengers but also the pedestrians are victims of reckless driving. As a result, it is impossible for us to predict whether we will reach home safely, most of the drivers drive as fast as they can and they have an overtaking tendency. But no steps have so far been taken against reckless driving. Besides, lack of awareness about traffic rules among the mass people is also a cause of accident here. They do not use foot over ridge to cross the road. So it is essential that the concerned authorities enforce the traffic

Rules sternly and take both preventive and punitive measures to put a brake on reckless driving. Besides, the reckless drivers should be given exemplary punishment.

 

Sharmin Akter

10, Malibag, Dhaka.

 

Or,

Write a letter to your foreign friend describing how you have observed your

last religious festival.

 

3. Read following passage carefully and answer the questions that follow:         10

Advertising has become a very specialized activity in modern times. In the business world of today supply greater than demand. There is a greater competition between different manufactures of the same kind of product to persuade customers to buy their own particular brand. They always have to remind the consumer of the name and the qualities of their product. They do this by advertising. The Manufacturer advertises in the newspapers and on posters. He sometimes pays for songs about his product in commercial radio programs.

He employs attractive sales girls to distribute sample of it. He organizes competition with prizes for the winners. He offer advertises on the screens of local cinemas. In this way the manufactures often spend large sums of money on advertisements. We buy a product because we think that it is the best. We usually think so because of the advertisements that make such an impression on us. There are people who never pause to ask themselves whether the advertisements are telling the truth.

Questions :

  1. What is advertisement?

Ans : advertisement is a notice picture of film that tells people about a product job or service

  1. Why do manufacturers spend money for advertisement?

Ans : Manufacturers spend to money for advertisement to persuade customers to buy their own particular

brand with reminding the customers of the  name and the qualities of their products.

  1. What are the common forms of advertisement?

Ans: The common forms of  advertisement are advertisement in the newspapers and on posters songs about products in radio programs distribution of sample of products among the people and organization of competitions with prizes for the winners

  1. What do the sales-girls do?

Ans : The sales-girls distribute sample of the products among the customers.

  1. What makes us prefer a particular brand of product?

Ans : The advertisement make an impression on us that advertised products are the best that make us prefer a particular brand of product.

 

4. Fill in the blanks with appropriate prepositions (any five):                                   5

  1. I still adhere–– my plan
  2. He burst––– tears to see the dead body of his younger brother.
  3. Mr Rahman is not competent- this post.
  4. Few people are devoid––– common sense like you
  5. The room is infested––– rats.
  6. My brother has no taste––– drawing.

Ans : a, to, b, into, c. for. d. of, e. with, f. of.

 

5. Write meaningful sentences with any five of the following:                                               5

Ans :

  1. A dark horse- The movie is a dark horse for the award .
  2. But for- But for newscast, I hardly watch any television at all.
  3. In cold blood- The man was killed in cold blood.
  4. Come to light- At last his anti-social mentality come to light.
  5. Did in harness- Active people prefer to die in harness.
  6. Fight shy of- We should always fight shy of smoking

6. Correct the following (any five):                5

 

a.  The man left home with bag and baggage.

Ans: The man left home bag and baggage.

b.  I am working in the committee.

Ans : I am working on the committee.

c.  They failed to avail the chance.

Ans : They failed to avail themselves of the chance.

d. He told me a fool.

Ans : He called me a fool.

e.  Poor are born to suffer.

          Ans : The Poor are born to suffer

f. Five year have passed since I have seen her last.

    Ans :  Five year have passed since I saw her last.

 

সাধারণ জ্ঞান▫ মান: ৪০ ▫ বিষয় :১০৪

. বাংলাদেশ বিষয়াবলি ; মান :১৫

. নিচের যে কোনো ০৩ টি প্রশ্নের উত্তর দিতে হবে : ×=

.  ১৯৭১সালের ০৭ মার্চের ভাষণ কে প্রদান করেন ? কোন   

     প্রতিষ্ঠান এই ভাষন কে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করেছে ?

    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ; UNESCO

 .  মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে ১১টি সেক্টরে কে ভাগ করেন ?

      উত্তর : কর্নেল এম এ জি ওসমানী

 .  মানব উন্নয়ন সূচকগুলো কী কী ?

     উত্তর : মাথাপিছু মোট জাতীয় আয় (GNI), মানব সম্পদ সূচক   

     (HAI) ওআর্থিক  ভঙ্গুরতা সূচক (EVI)

.  পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় নির্মিত হচ্ছে ?

     উত্তর : পটুয়াখালী

 

 . রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র্র কোথায় অবস্থিত ?

এর উৎপাদন ক্ষমতা কত হবে ?

উত্তর : ঈশ্বরদী , পাবনা : ২৪০০ মেগাওয়াটি (দুটি ইউনিটের প্রতি ইউনিট ১২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন )

 

. নিচের যে কোনো ০৩ টি প্রশ্নের উত্তর দিতে হবে :          ×=

. মুজিবনগর অস্থায়ী সরকার কবে গঠিত হয় ? এই সরকারের   

     মন্ত্রিসভায় নাম লিখুন

উত্তর : মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ এ সরকারের প্রধানমন্ত্রি ছিলেন তাজউদ্দীন আহমদ অর্থ , বাণিজ্য , শিল্প ও যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন এম. মনসুর আলী খন্দকার মোশতাক আহমদ

ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদবিষক মন্ত্রী স্বরাষ্ট্র, সাহায্য ও পনর্বাসন মন্ত্রীছিলেন এ এইচ এম কামারুজ্জামান

. SDG ( Sustainable Development Goals ) এর টার্গেট কয়টি ? এর লক্ষ্যমাত্রা অর্জিত হবে কত সালে ?

উত্তর : ১৭টি ; ১০৩০ সালে

. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ? সংবিধানের আলোকে এর গঠন আলোচনা করুন

উত্তর : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা সাংবিধানিক সংস্থা বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠান কিংবা সংস্থা গঠনে সংবিধানের বিশেষ নির্দেশনা রয়েছে  এই কমিশন গঠনের বিষয়ে বাংলাদেশ সংবিধানের ১৩৭-১৪১ নং অনুচ্ছেদে আলোচনা রয়েছে

. জলবায়ু পরিবর্তনের তিনটি উল্লেখযোগ্য দিক কী কী ?

উত্তর : বনাল উজাড় , শিল্পায়ন এবং যানবাহনের সংখ্যাগত বৃদ্ধি

. a2iএর পূর্ণরুপ লিখুন ? ডিজিটাল বাংলাদেশ গঠনে  a2iএর ভুমিকা লিখুন ?

উত্তর : a2iএর পুর্ণরুপ - Access to Information

এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি ফ্লাগরিশ প্রোগ্রাম সবার জন্য তথ্য উন্মুক্ত হওয়ার বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা প্রযুক্তির মাধ্যমে দ্রত ও উন্নত সেবা পাচ্ছে। ফলে পুরো বাংলাদেশকে ডিজিটালাইজড করার যে লক্ষ্য সরকারের রয়েছে তাকে সফল করা ধ২র প্রোগ্রামের জন্য এখন শুধু সময়ের ব্যাপারে।

 

বিজ্ঞান

 

. নিচের যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে:                                                          ´=

 

. পূর্ণরুপ লিখুন : PRSP, VOIP, UNIDO, IRRI

উত্তর:

PRSP=    Poverty Reduction Strategy Papers.

VOIP=     Voice Over Internet Protocol.

UNIDO= United Nations Industrial 

                   Development Organization.

IRRI=      International Rice Research Institute.

. পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় ও কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: পরবর্তী বিশ্বকাপ ফুটবল ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে।

গ. জাতিসংঘের ‍বর্তমান মহাসচিব এর নাম কী? তিনি কোন দেশের অধীবাসী? 

উত্তর: অ্যান্টনিও গুতেরেস (নবম); পর্তুগালের।

ঘ. সুইজারল্যান্ডের রাজধানী কোথায়? এর মুদ্রার নাম কী?

উত্তর: বার্ন; সুইস ফ্রাংক।

ঙ. ওয়েস্টমিনিস্টার কী জন্য ‍বিখ্যাত?

উত্তর: ব্রিটেনের পার্লামেন্ট ভবনের জন্য।

. আন্তর্জাতিক বিষয়াবলি:; মান : ১৫

 

৪. নিচের যে- কোন ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে:    ´৩=৯

. BRICS কী? সদস্য রাষ্টগুলোর নাম লিখুন ?

উত্তর: BRICS হলো উদীয়মান জাতীয় অর্থনীতির দেশসমূহের একটি জোট এর সদস্য রাষ্ট্রসমূহ- ব্রজিল, রাশিয়া, ভারত, চীন, ও দক্ষীন আফ্রিকা

. ‘গণতন্ত্রশ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থাউক্তিটি কার?

উত্তর: লর্ড ব্রাইস

. ২০২৭ সালে শান্তিতে নোবেল পুরষ্কার প্রাপ্ত প্রতিষ্ঠানের নাম লিখুন? কেন এই পুরষ্কার প্রদান করা হয়েছে?

উত্তর: ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস (ICAN); পরমানু অস্ত্রের যে কোনো ব্যবহার যে মানবিক বিপর্যয়ের কারন হয়ে দাঁড়ায় তার দিকে দৃষ্টি ফেরাতে ICAN’র কাজের জন্য এ পুরষ্কার প্রদান করা হয়েছে উল্লেখ্য, ২০১৮ সালের যুদ্ধ সহিংসতার মাধ্যে ধর্ষন ও নির্যাতনের শিকার নারীদের রক্ষায় বিশেষ প্রচেষ্টার জন্য শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন ডেনিস মুকওয়েগ (গনতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র) ও নাদিয়া মুরাদ বাসে তাহা (ইরাক)

. পানামা পেপারস্ কেলেঙ্কারি কী

উত্তর: জার্মান দৈনিক সুডয়চে সাউটংয়ের বরাত দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অর্থপাচারের বিষয় ১ কোটি ১৫ লাখ নথি ফাঁস করে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক 

অনুসন্ধন সংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসো-    র্টিয়াম আব ইনবেষ্টিগেটিভ জার্নালিষ্ট (আইসিআইজে) এটি পানামা পেপারস কেলেঙ্কারি নামে পরিচিত লাভ করে ১ কোটি ১৫ লাখ নথিতে চার দশকের তথ্য- উপাত্ত রয়েছে

আইসিআইজ- এর মতে, এসব ফাইলে যেসব মানুষ ও কোম্পানির নাম এসেছে, তারা সবাই মাদকপাচার ও সস্ত্রাসবাদের অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত

. চীনের প্রাচীরের মোট দৈর্ঘ্য কত? এই প্রচীর কেন নির্মাণ করা

   হয়েছিল?

উত্তর: ,৮৫১.৮ কিমি বা ৫,৫০০.২৫ মাইল (নির্মণকালে ছিল ২১,১৯৬.১৮ কিমি বা ১৩,১৭০.৭০ মাইল); চীনের  উত্তর সীমান্ত রক্ষার জন্য এ প্রাচীর নির্মাণ করা হয়েছিল

 

. বিজ্ঞান ও প্রযুক্তি

 

.   নিচের যে- কোন ০৫টি প্রশ্নের উত্তর দাও:                                                                  ×=১০

.   রাতকানারোগ কোন ভিটামিনের অভাবে হয়? এই ভিটামিনের   

      উৎস কী?

উত্তর: ভিটামিন’- এর অভাবে রাতকানা রোগ হয় এই ভিটামিনের প্রাণিজ উৎসের মধ্যে রয়েছে ডিম, গরুর দুধ, মাখন, দই, ঘি ও বিভিন্ন তেলসমৃদ্ধ মাছ বিশেষ করে কড

মাছে প্রচুর পরিমানে  ভিটামিনপাওয়া যায় উদ্ভিজ্জ উৎসের মধ্যে রয়েছে- লালশাক, কচুশাক, পাটশাক, ডাঁটাশাক, গাজর, মিষ্টি কুমড়া, বাঁধাকপি ইত্যাদি

.  USP IPS কী ?

উত্তর: IPS: IPS-  এর পূর্ণরূপ হলো Instant power Supply যা মূলত Power Storage হিসাবে কাজ করে  থাকে IPS এমন একটি Device যা বৈদ্যুতিক Power রিজার্ভ করে এবং পরবর্তীতে Min line বা বিদ্যুৎ সরবরাহের বন্ধে Back up দেয় UPS- এর মতে IPS বৈদ্যুতিক সরবরাহ বদ্ধের সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে না 1/10sec পরে সরবরাহ Automatically প্রধান করে থাকে UPS অল্প সময়ের জন্য Back up দিয়ে থাকে কিন্তু UPS এর তুলনায় IPS বহুগুন Back up দিয়ে থাকে তাই IPS বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানায় বেশি জনপ্রিয়

UPS: ইউপিএস হলো এক বিশেষ ধরনের পাওয়ার সাপ্লাই, যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে এর পূর্ণ নাম- Uninterruptible power Supply আকষ্মিক বিদ্যুৎ বন্ধের অসুবিধা থেকে বাঁচার জন্য ইউপিএস ব্যবহার করা হয়

ইউপিএস- এর ব্যাটারি বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখে ফলে হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যায়, তখন ইউপিএস সাধারণত এক থেকে দুই মিলিসেকেন্ডের মধ্যে ব্যাটারির সঞ্চিত বিদ্যুৎ থেকে কম্পিউটার বিদ্যুৎ সরবরাহ করে প্রকারভেদ ইউপিএস দশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত ক্রমাগত বিদ্যুৎ সরবরাহ করতে পারে

 ইউপিএস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে র্যামের ডাটার ক্ষতি থেকে মুক্তি পাওয়া যায়

.  CFC কী? বায়ুমণ্ডলে এর প্রভাব কী?

উত্তর: CFC: মিথেন (CH4 )  ও ইথেন (C2H6)- এর ক্লোরোফ্লোরো উদ্ভুত যৌগসমূহকে ক্লোরোফ্লোরোকার্বন বা সংক্ষেপে CFC বলে

CFC- এর সবচেয়ে ক্ষতিকর দিক হচ্চে এটি উর্ধ্ধ বায়ুমণ্ডলের ওজন স্তরকে ধ্বংস কর CFC অধিক তাপ ধারণ করে রাখতে পারে ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে এর ভূমিকা আছে

.  ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাধান গ্রহন করে?

উত্তর: ইউরিয়া সার থেকে উদ্ভিদ অতি প্রয়োজনীয় ম্যাক্রো উপাদান নাইট্রোজেন (N) গ্রহন করে উদ্ভিদ স্বাভাবিক বৃদ্ধির জন্য এই ম্যাক্রো উপাদান নাইট্রোজেন (N) বেশি পরিমানে দরকার হয়

. সুষম খাদ্যের উপাদান কী কী?

 উত্তর: সুষম খাদ্যের উপাদান ছয়টি যথা: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবন এবং পানি এগুলোর মধ্যে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ বা ফ্যাট দেহে পরিপোষক খাদ্য, যারা দেহের পুষ্টি, বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সহায়ক ভিটামিন, খসিজ লবণ ও পানি দেহ সংরক্ষক খাদ্য উপাদান, যারা দেহের রোগ প্রতিরোধে সহায়তাকারী

.  ভূ-কম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: রিকটার স্কেলে ভূ-কম্পনের তীব্রতা পরিমাপ করা হয় আর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ

. সার্চ ইঞ্জিন কী?

উত্তর: সার্চ ইঞ্জিন হলো এমন একটি টুল, যা সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েবসাইট গুলোকে আয়ত্তে মধ্যে রাখে এবং শব্দের সূত্র ধরে ওয়েবসাইট খুঁজে বের করে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জন হলো- Google আরো কয়েকটি সার্চ ইঞ্জিন হলো- Yahoo, AltaVista-USA, MSN, Bing, AOL, Web Cawker, Lycos প্রভৃতি

. মানব দেহের পানির পরিমান শতকরা কত ভাগ?

উত্তর: মানব দেহের পানির পরিমান শতকরা ৬০-৭৫% পানি খাদ্যে একটি উপাদান দেহকোষ গঠন ও সম্পন্ন হয়ে থাকে পানি খাদ্য উপাদানের পরিপাক ও পরিশোষণে সাহায়্য করে

 

টেকনিক্যাল (কম্পিউটার) মান: ৬০ বিষয কোড়: ১০৫    

(প্রার্থীগণকে ০১ ও ০২ নম্বর প্রশ্নসহ যেকোন ০৬ টি প্রশ্নের উত্তর দিতে হবে)

 

1.   a.  What do you mean by ASCLL and UNICODE system?                                                            2

    Ascii stands for American Standard code for information interchange. It uses 8-bit 

    encoding. Difference: Unicode is also a character encoding but uses variable bit 

    encoding. Ascii represents 128 characters. Difference: Unicode defines 2^21 characters.

b. What is cache memory? What are the importance of it?                                                           3

Cache Memory is a special very high-speed memory. It is used to speed up and 

synchronizing with high-speed CPU. Cache memory is costlier than main memory or disk 

memory but economical than CPU registers. Cache memory is an extremely fast memory 

type that acts as a buffer between RAM and the CPU. It holds frequently requested data 

and instructions so that they are immediately available to the CPU when needed.


     I
mportance of it:
Cache memory is important because it improves the efficiency of data retrieval. It stores program instructions and data that are used repeatedly in the operation of programs or information that the CPU is likely to need next.

c. What do you mean by firmware?                                                                                               2

Firmware is a software program or set of instructions programmed on a hardware device. Firmware is typically stored in the flash ROM of a hardware device. While ROM is "read-only memory," flash ROM can be erased and rewritten because it is actually a type of flash memory.

d. What is boot loader? What is it used?                                                                                     3

A bootloader, also known as a boot program or bootstrap loader, is a special operating system software that loads into the working memory of a computer after start-up. For this purpose, immediately after a device starts, a bootloader is generally launched by a bootable medium like a hard drive, a CD/DVD or a USB stick. The boot medium receives information from the computer’s firmware (e.g. BIOS) about where the bootloader is. The whole process is also described as “booting”.

How does a bootloader work:-

When you press the start button on a computer, the very first thing you see on the screen is information about the hardware installed. The software responsible for this notification is the device firmware mentioned above, which is usually implemented by manufacturers in flash memory on the computer’s motherboard. With most desktop PCs and notebooks this will be the BIOS (Basic Input/Output System) or the more modern UEFI (Unified Extensible Firmware Interface). Both applications collect the most diverse hardware data and create a complete list of all of the device’s available drives.


When this process is complete, the firmware goes through the data carriers found in sequence, checking for a bootloader by means of a special signature – the so-called boot signature (or ‘boot record’). The search always starts on the removable media (CD/DVD, USB stick, external hard drive, etc.), followed by the hard-coded drives. With the latter, the bootloader and its signature is generally in the master boot record (MBR), which also contains the data carrier’s partition tables. When a bootloader is found, it is loaded and the system start is initiated. If the search is unsuccessful, the firmware will return an error message.

2.   a. How can you insert and delete an element of a binary sorted array?                                         4

Insert Operation

In an unsorted array, the insert operation is faster as compared to sorted array because we don’t have to care about the position at which the element to be placed.


Code in C++

#include <iostream>

using namespace std;

int insertSorted(int arr[], int n, int key, int capacity)

{

    if (n >= capacity)

        return n;

    int i;

    for (i = n - 1; (i >= 0 && arr[i] > key); i--)

        arr[i + 1] = arr[i];

    arr[i + 1] = key;

    return (n + 1);

}

int main()

{

    int arr[20] = { 12, 16, 20, 40, 50, 70 };

    int capacity = sizeof(arr) / sizeof(arr[0]);

    int n = 6;

    int i, key = 26;

    cout<< "\nBefore Insertion: ";

    for (i = 0; i < n; i++)

        cout << arr[i] << " ";

    n = insertSorted(arr, n, key, capacity);

    cout << "\nAfter Insertion: ";

    for (i = 0; i < n; i++)

        cout << arr[i]<< " ";

    return 0;

Output:

Before Insertion: 12 16 20 40 50 70 

After Insertion: 12 16 20 26 40 50 70 

Delete Operation

In delete operation, the element to be deleted is searched using binary search and then delete operation is performed followed by shifting the elements.


#include <iostream>

using namespace std; 

int binarySearch(int arr[], int low, int high, int key); 

int deleteElement(int arr[], int n, int key) 

{                                                            

    int pos = binarySearch(arr, 0, n - 1, key); 

 

    if (pos == -1)

    { 

        cout << "Element not found"; 

        return n; 

    } 

    int i; 

    for (i = pos; i < n - 1; i++) 

        arr[i] = arr[i + 1]; 

    return n - 1; 

int binarySearch(int arr[], int low, int high, int key) 

    if (high < low) 

        return -1; 

    int mid = (low + high) / 2; 

    if (key == arr[mid]) 

        return mid; 

    if (key > arr[mid]) 

        return binarySearch(arr, (mid + 1), high, key); 

    return binarySearch(arr, low, (mid - 1), key); 

int main() 

    int i; 

    int arr[] = { 10, 20, 30, 40, 50 }; 

 

    int n = sizeof(arr) / sizeof(arr[0]); 

    int key = 30; 

    cout << "Array before deletion\n"; 

    for (i = 0; i < n; i++) 

        cout << arr[i] << " "; 

    n = deleteElement(arr, n, key); 

    cout << "\n\nArray after deletion\n"; 

    for (i = 0; i < n; i++) 

        cout << arr[i] << " "; 

 

Output:

Array before deletion

10 20 30 40 50

Array after deletion

10 20 40 50

b. Convert the expression (A+B)+C-(D-  E)ǻ(F+G) to its equivalent postfix notation.                3

c. what is the difference between a graph  and a tree?    How can you represent a  doubly liked list?  3

difference between a graph  and a tree:-

Graph and tree are the non-linear data structure which is used to solve various complex problems. A graph is a group of vertices and edges where an edge connects a pair of vertices whereas a tree is considered as a minimally connected graph which must be connected and free from loops.

represent a  doubly liked list:-

Doubly Linked List is a variation of Linked list in which navigation is possible in both ways, either forward and backward easily as compared to Single Linked List. Following are the important terms to understand the concept of doubly linked list.

 

Link Each link of a linked list can store a data called an element.

 

Next Each link of a linked list contains a link to the next link called Next.

 

Prev Each link of a linked list contains a link to the previous link called Prev.

 

LinkedList A Linked List contains the connection link to the first link called First and to the last link called Last.

 

Doubly Linked List Representation


Doubly Linked List

As per the above illustration, following are the important points to be considered.

Doubly Linked List contains a link element called first and last.

Each link carries a data field(s) and two link fields called next and prev.

Each link is linked with its next link using its next link.

Each link is linked with its previous link using its previous link.

The last link carries a link as null to mark the end of the list.

3.  a. What is an operating system? What are  the different functions of operating   system?                                                                     3

b. Differentiate between multi-programming and  multiprocessing.                                           3

No

Characteristic

Multiprogramming

Multiprocessing

1

What it is:

The concurrent residency of more than one program in the main memory is called as multiprogramming.

The availability of more than one processor per system, which can execute several set of instructions in parallel is called as multiprocessing.

2

Number of CPU:

One

More than one

3

Job processing time:

More time is taken to process the jobs.

Less time is taken for job processing.

4

Number of process being executed:

One process is executed at a time.

More than one process can be executed at a time

5

Economical:

It is economical.

Is less economical.

6

Number of users:

One at a time.

Can be one or more than one.

7

Throughput:

Throughput is less.

Throughput is maximum.

8

Efficiency:

Less

Maximum

9

Categories:

No further divisions

Symmetric & Asymmetric.

c.      c. Why do every one want to dynamically allocate memory? What is the benefit of doing so?     4

Dynamic memory allocation refers to managing system memory at runtime. Dynamic memory management in C programming language is performed via a group four functions named malloc(), calloc(), realloc(), and free(). These four dynamic memory allocation functions of the C programming language are defined in the C standard library header file <stdlib.h>. Dynamic memory allocation uses the heap space of the system memory. Let's examine the four dynamic memory management functions in more detail.

Reasons and Advantage of allocating memory dynamically:

·        When we do not know how much amount of memory would be needed for the program beforehand.

·        When we want data structures without any upper limit of memory space.

·        When you want to use your memory space more efficiently.Example: If you have allocated memory space for a 1D array as array[20] and you end up using only 10 memory spaces then the remaining 10 memory spaces would be wasted and this wasted memory cannot even be utilized by other program variables.

·        Dynamically created lists insertions and deletions can be done very easily just by the manipulation of addresses whereas in case of statically allocated memory insertions and deletions lead to more movements and wastage of memory.

·        When you want you to use the concept of structures and linked list in programming, dynamic memory allocation is a must.


4.   a. What is DHCP? How dose it work?                                                                           4

DHCP protocol (Dynamic Host Configuration Protocol) is commonly used in networks for dynamic IP addressing configuration. Every user’s device needs at least IP address to join the network and connect to services. When computer first connects to local network with cable or WiFi SSID, first thing is to look for IP address, netmask, default gateway and DNS servers.

How does DHCP protocol work?

1. Host connecting to network (cable or wireless) sends DHCP discover message to all hosts in Layer 2 segment (destination address is FF:FF:FF:FF:FF:FF). Frame with this DISCOVER message hits the DHCP Server.

DHCP Discover packet

2. After the DHCP Server receives discover message it suggests the IP addressing offering to the client host by unicast. This OFFER message contains:

->proposed IP address for client (here 192.168.1.10)

->subnet mask to identify the subnet space (here 255.255.255.0)

->IP of default gateway for subnet (here 192.168.1.1)

->IP of DNS server for name translations (here 8.8.8.8)

DHCP offer packet 

3. Now after the client receives the offer it requests the information officially sending REQUEST message to server this time by unicast.

DHCP Request packet

4. Server sends ACKNOWLEDGE message confirming the DHCP lease to client. Now client is allowed to use new IP settings.

DHCP Acknowledge packet


b. What is the main difference between an array and a class? When would you use   a class instead of an array?                               3

c. What is a Brute-Force algorithm? Mention same of its Usages.                  3

5.   a. What are the different levels of data abstraction?                                                2

b. What do you mean by data atomicity and inconsistency of a database system? Write using examples.              4

c. What is the difference between primary key and foreign key?                                2

d. What do you mean by rollback of database system?                                      2

6.   a. What is bio-metric security? Write downsome real life application of it.              3

b. What is internet of things (Iots)? Mention some application of it.              3

c. what is robotics? What are the difference between Artificial  Intelligent System and Expert System?                                                                                  4

7.  a. What is a ROM? Write the differences among PROM, EPROM and EEPROM.              4

b. Write down the main criterion of von- Neuman computer architecture.                     3

c. What is accumulator? What are the uses of it for interfacing with peripherals?     3

8.  a. Write down the salient features of the classical waterfall model for software development.      4

b. Differentiate among simplex, half- duplex and full-duplex modes of data transmission.       3

c. What is deadlock? How can you prevent  it?                                                                  3

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ