আইটি, কম্পিউটার ইঞ্জিনিয়ার তথা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স গ্রেজুয়েট যারা গভারমেন্ট,স্বায়ত্তশাসিত,পাবলিক লিমিটেড তথা প্রতিষ্ঠিত সফটওয়ার ফার্মে যারা চাকুরি খুজছেন তাদের জন্য আমরা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন পোস্টে কমরত তাদের কিছু দায়িত্ব থেকেই যায়, আমাদের জুনিয়রদের গাইড করার ব্যাপারে। আমরা মনে প্রানে বিশ্বাস করি যে, আমাদের জুনিয়রা আমাদের চাইতে অনেক অনেকগুন পারদর্শী তারপরও যদি এই গাইডলাইন গুলো হয়ত আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিবে।

বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা এবং আয়োজনে উপজেলা প্রশাসন।  এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল কিংবা মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবেন এবং এ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে থেকে সেরা ৮ জন বাছাই করা হবে এবং এই সেরা ৮ জন  থেকে পরবর্তীতে সেরা চারজন বাছাই করা হবে এবং তার পরবর্তীতে সেরা দুইজন এবং ক্রমান্বয়ে বিজয়ী একটি দলকে বাছাই করা হবে।

বাংলাদেশ বিজ্ঞান জাদুঘর তথা উপজেলা প্রশাসন পাশাপাশি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজকরা দৃঢ়ভাবে বিশ্বাস করে অনলাইন কুইজের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত হবে যেহেতু online-কুইজ আয়োজিত হবে সে ক্ষেত্রে কারো সংস্পর্শে আসার সুযোগ নেই।

বিজ্ঞান বিষয়ক কুইজ আয়োজনের বিভিন্ন নির্দেশিকা অনুযায়ী কুইজটি আয়োজন করা হচ্ছে এবং কুইজটির ধরন কেমন হবে সেটি শিক্ষার্থীরা সহজেই অনুধাবন করার জন্য একটি ডেমো কুইজে অংশগ্রহণ করতে পারে নিচে একটি ডেমু কুইজে অংশগ্রহণ করার লিংক দেওয়া হল.

https://forms.gle/LFJJZbM1ZC7RxZgR9


Zoom ID 5088335851

pass : unosadar

মুল কুইজের লিংক নিম্নে দেওয়া হল: Main Quiz Link এই বাটনে বা লিংকে ক্লিক করুন।  

Main Quiz Link


উল্লেখ্য কুইজে অংশগ্রহন করার পূবে কিছু তথ্য আপনার আগে থেকে কোন ওয়াড ফাইলে কিংবা নোটপেডে লিখে রাখতে পারেন।

যেমন –

১) স্টুডেন্টের নাম:

২) স্টুডেন্টের স্কুলের নাম:

৩) স্টুডেন্টের রোল নং:

৪) স্টুডেন্টের/অবিভাবকের মোবাইল নম্বর:


এসব তথ্য গুলো আগে থেকে লিখে রাখলে অনেক দ্রুত কুইজে ডাটা ফিলাপ করা যাবে।

একজন শিক্ষক কিংবা কুইজ আয়োজক হিসেবে একটি কুইজ কিভাবে আয়োজন করা যায়, তার একটি লিংক নিচে দেওয়া হল

https://youtu.be/YBtW1f_5yLU




আপনারা চাইলে এই শিক্ষামূলক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।

ধন্যবাদ মনোযোগ দিয়ে এই সব গুলি ইন্সট্রাকশন পড়ার জন্য কিংবা দেখার জন্য।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ