আইটি, কম্পিউটার ইঞ্জিনিয়ার তথা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স গ্রেজুয়েট যারা গভারমেন্ট,স্বায়ত্তশাসিত,পাবলিক লিমিটেড তথা প্রতিষ্ঠিত সফটওয়ার ফার্মে যারা চাকুরি খুজছেন তাদের জন্য আমরা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন পোস্টে কমরত তাদের কিছু দায়িত্ব থেকেই যায়, আমাদের জুনিয়রদের গাইড করার ব্যাপারে। আমরা মনে প্রানে বিশ্বাস করি যে, আমাদের জুনিয়রা আমাদের চাইতে অনেক অনেকগুন পারদর্শী তারপরও যদি এই গাইডলাইন গুলো হয়ত আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিবে।

বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭

বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭

পরীক্ষার তারিখ:০৬.০৭.২০১৭; নির্ধারিত সময়: ৩ঘন্টা; পূর্ণমান:২০০; সেট: অর্নব

 

বাংলা : ৫০

 

. যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন                                                                                                     ১৫

. বিশ্ব জলবায়ু পরিবর্তন বাংলাদেশ;

. বিশ্বে অভিবাসন সমস্যা;

. শিশুশ্রম বাংলাদেশ;

. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ;

. একটি বর্ষণমুখর সন্ধ্যা

 

. যে কোন ৩টি প্রশ্নের উত্তর দিন                                                                                              *=১৫

. কী কী রীতিতে বাংলা ভাষায় নতুন শব্দ গঠন করা যায়, 

    উদাহরণসহ লিখুন

উত্তর: পারস্পরিক সম্পর্ক স্থাপন এবং নতুন নতুন ভাব প্রকাশের প্রয়োজনে প্রতিনিয়ত নতুন নতুন শব্দের জন্ম হচ্ছে বাংলায় নানা প্রক্রিয়ায় শব্দগঠন হয়ে থাকে তার মধ্যে শব্দগঠনের পাঁচটি প্রক্রিয়া হলো:

. সন্ধির সাহায্যে শব্দগঠন:

.   += (-ধ্বনির -তে রুপান্তর)

      অন্য+অন্য+=অন্যান্য, নর+অধম=নরাধম ইত্যাদি

.   += (প্রথম শব্দের অন্তা -ধ্বনির লোপ)

      চিত্ত+আকর্ষক=চিত্তাকর্ষক, স্ব+আয়ত্ত=স্বায়ত্ত ইত্যাদি

.   += (দ্বিতীয় শব্দের অন্তা -ধ্বনির লোপ)

      কারা+আগার=কারাগার,   

      জ্যোৎস্না+আলোক=জ্যোৎস্নালোক ইত্যাদি

 

. উপসর্গযোগে শব্দগঠন:হারশব্দের পূর্বেপ্রউপসর্গ যোগ করলে পাওয়া যাবে একটি নতুন অর্থবোধক শ্বদপ্রহার’ (প্র+হার) রকম: অনাহার, আকাল, আহার ইত্যাদি

 

. প্রত্যয়যোগে শব্দগঠন: বাংলা ভাষায় নাম শব্দ বা ক্রিয়ামূল বা ধাতুল শেষে শব্দখন্ড যোগ হয়ে অনেক নতু শব্দ গঠিত হয়ে থাকে

যেমন- ডুব+অন্ত=ডুবন্ত, কাঁদ+অন=কাঁদন, পাগল+আমি=পাগলামি ইত্যাদি

 

. সমাসের সাহায্যে শব্দগঠন: সমাসের সাহায্যে একাধিক শব্দকে এক শব্দে পরিণত করা হয়

যেমন- নীল যে পদ্ম=নীলপদ্ম, বিষাদ রূপ সিন্ধু=বিষাদসিন্ধু ইত্যাদি

 

. দ্বিরুক্তির সাহায্যে শব্দগঠন: পদের দ্বিরুক্তির সাহায্যে নতুন শব্দ গঠিত হয় যেমন-ঘরে ঘরে, ধন্য ধন্য, রাজায় রাজায় ইত্যাদি

.   প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন

উত্তর: বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিম্নরুপ:

 

i.           তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ অপরিবর্তিত থাকবে কারণ এসব শব্দের বানান ব্যাকরণগত প্রকরণ পদ্ধতি নির্দিষ্ট রয়েছে তবে বানান রীতিতে যেসব ক্ষেত্রে ব্যতিক্রম প্রস্তাবিত হয়েছে তা অনুসৃত হবে

 

ii.        যেসব বানানে মূল সংস্কৃত -কার, -কা এবং -কার -কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সে বানানগুলোতে শুধু -কার এবং -কার হবে যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধ্বনি, ধুলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা

 

iii.      রেফ-এর পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না যেমন- অর্চনা, অর্জন, অর্থ, অর্ধ, কর্তন, কার্য, বর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য

 

iv.      , , , পরে থাকলে পদের অন্তঃস্থ স্থানে অনুস্বার () লেখা যাবে যেমন- অহংকার,  ভয়ংকর, সংগীত, শুভংকর, সংঘটন ইত্যাদি বিকল্পে লেখা যাবে ক্ষ এর পূর্বে সর্বত্র হবে যেমন-আকাঙ্খা

 

v.         ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণে s এর জন্যএবং sh, sion,– ssion,–tion ইত্যাদির জন্য সাধারণতহবে যেমনস্টেশন, কমিশন, শার্ট, ফটোস্ট্যাট ইত্যাদি

 

.  অর্থসহ বাক্য রচনা করুন:

হাত পাকানো, দাও মারা, হাড়হদ্দ, গোঁফখেজুরে, ডান হাতের ব্যাপার

উত্তর: হাত পাকানো (দক্ষতা)কেবল স্কুলে পড়ছো, এখনই নকল বিদ্যায় বেশ হাত পাকিয়েছ দেখছি

দাও মারা (মোটা লাভ করা)সুযোগ বুঝে কাঁচামাল ব্যবসায়ীরা এক দাও মারার চেষ্টা করছে

হাড়হদ্দ (নাড়ী নক্ষত্র)– কালকের ছোকরা আলতাফ, আমারই ওপর চোখ রাঙায়, আমি ওর হাড়হদ্দ জানি

গোঁফখেজুরে (নিতান্ত অলস)– গোঁফ খেজুরে লোক দিয়ে কোনা কাজই হয় না

ডান হাতের ব্যাপার (আহার, ভোজন)– একটু অপেক্ষা কর, আমি চট করে ডা হাতের ব্যাপারটা সেরে নিই

 

. দুটি করে সমার্থক শব্দ লিখুন:

সমুদ্র, আকাশ, অনল, চাঁদ, পর্বত

উত্তর: সমুদ্র: সাগর, বারিধি

আকাশ: আসমান, গগন

অনল: আগুন, অগ্নি

চাঁদ: চন্দ্র, সুধাকর

পর্বত: অচল, পাহাড়

 

. নামসহ প্রকিৃতি প্রত্যয় নির্ণয় করুন:

সাপুড়ে, রান্না, শৈশব, পানসে, বাগিচা

প্রদত্ত শব্দ

প্রকিৃতি+প্রত্যয়

প্রত্যয়ের নাম

সাপুড়ে

সাপ+উড়িয়া=সাপুড়িয়া>সাপুড়ে

তদ্ধিত প্রত্যয়

রান্না

রাধ্+না=রাঁধনা>রান্না

কৃপ্রত্যয়

শৈশব

শিশু+ষ্ণ

তদ্ধিত প্রত্যয়

পানসে

পানি+সা

তদ্ধিত প্রত্যয়

বাগিচা

বাগ+চা

তদ্ধিত প্রত্যয়

 

. . কোনো প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র  লিখুন                                                 ১০

উত্তর:

জুলাই ২০১৭

 

ব্যবস্থাপনা পরিচালক

যমুনা গ্রুপ

ঢাকা

 

বিষয়: ব্যবস্থাপক (শিক্ষানবিস) পদে চাকরির জন্য আবেদন

 

মহোদয়,

সবিনয় নিবেদন এই যে, গত ০৪.০৭.২০১৭ তারিখের দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ব্যবস্থাপক (শিক্ষানবিস) পদে লোক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন প্রার্থী আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার প্রয়োজনীয় তথ্যাবলি পেশ করলাম:

নাম                    : মো: ইকরাম হোসেন

পিতার নাম           : মো: মোহন মিয়া

মাতার নাম           : রেণু বেগম

জন্মতারিখ            : ২৬ জানুয়ারি ১৯৯৩

বর্তমান ঠিকানা      : ১৩৬ বকসী বাজার, ঢাকা

স্থায়ী ঠিকানা         : ১৩৬ বকসী বাজার, ঢাকা

বয়স                   : ২৭ বছর মাস দিন

ধর্ম                    : ইসলাম

জাতীয়তা             : বাংলাদেশি

শিক্ষাগত যোগ্যতা   :

 

পরীক্ষার নাম

শাখা

ফল

পাসের বছর

বোর্ড/বিশ্ব:

এসএসসি

বিজ্ঞান

জিপিএ .

২০০৮

ঢাকা

এইচএসসি

বিজ্ঞান

জিপিএ .

২০১০

ঢাকা

বিএ (অনার্স)

বিজ্ঞান

সিজিপিএ .২৫

২০১৫

ঢাকা বিশ্ব:

এমএ

বিজ্ঞান

সিজিপিএ .১৫

২০১৬

ঢাকা বিশ্ব:

 

অভিজ্ঞতা             : উক্ত কাজে এক বছরের অভিজ্ঞতা

 

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপর্যুক্ত তথ্যাদির  আলোকে আমাকে আপনার প্রতিষ্ঠানে উক্ত পদে নিয়োগ করলে আমার কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হব

 

বিনীত নিবেদক

মো: ইকরাম হোসেন

 

সংযুক্তি:

. মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ (অনার্স) এমএ পরীক্ষা 

   পাসের সত্যায়িত সনদপত্র

. সদ্য তোলা কপি ছবি

. অভিজ্ঞতার সার্টিফিকেট

 

. ভাষা আন্দেলনের প্রেক্ষাটটে রচিত একটি উপন্যাস পড়ে আপনার ভালো লেগেছে; এই ভালো লাগার কারণ জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখুন

 

.  বাংলায় অনুবাদ করুন:

I this life there are no gains without pains. Life indeed, would be dull thereof were no difficulties. Games lost their zest, if there is no struggle and if the result was a foregone conclusion. Both the winner and loser enjoy a game most if it is closely contested to the last.

বঙ্গানুবাদ: এই জীবনে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না যদি সমস্যায় না থাকতো তাহলে জীবন প্রকৃতপক্ষে নিরস হতো যদি প্রতিযোগিতা না থাকতো এবং ফলাফল যদি পূর্ব অনুমিত হতো তাহলে খেলাধুলা তাদের প্রাণবন্ততা হারাতো যদি খেলাতে অন্তীম পর্যন্ত তীব্র প্রতিযোগিতা হয় তাহলে বিজয়ী পরাজিত ব্যক্তি উভয়ই খেলাটিকে উপভোগ করে

. সারমর্ম লিখুন:

. কী সহজে হয়ে গেল কথা,

কাঁপলো না গলাএতটুকু,

বুক চিরে বেরুলনা দীর্ঘশ্বাস চোখ ছলছল

করলনা এবং নিজের কণ্ঠস্বর শুনে

নিজেই চমকে উঠি, কি নিস্পৃহ, কেমন শীতল

সারমর্ম: সময়ের ব্যবধানে মানুষ সবকিছুই ভুলে যায়, এমনকি অতি আপনজন হারানোর বেদনাও কিন্তু এমনও সময় আসে যখন নিস্পৃহ শীতল কণ্ঠে সে সেই হৃদয়বিদারক ঘটনা বলতে পারলেও মন থেকে তা মুছে ফেলতে পারে না

 

4. Fill in the gaps with appropriate prepositions   (any five):                                                                                      5

a. Who were you talking–––?

b. He cut it –––sharp knife.

c. My mother cut th mango –––pieces.

d. I could not made –––what you said.

e. He did not mention the quarrel –––his wife.

f. We have invited our friends –––the party.

g. Can I lean my bike –––the wall?

 

Ans: a-with, b-with, c- int, d-out, e-with, f- to, g-against.

 

5. Frame sentences with the following (any five):                                                                                                5

a. in a body; b. jot down, c. ins and outs, d. pros and cons, e. in a nutshell, f. in the dark, g-wild goose chase.

Ans:

a.       In a body ( সবাই মিলে) –– We supported him in a body.

b.       Jot down (দ্রুত ও সংক্ষেপে লিখে রাখা)–– Jot down his license number.

c.       Ins and outs (সবকিছু)–– I know the ins and outs of this matter.

d.       Pros and cons (খুঁটিনাটি)–– Do you know the pros and cons this matter.

e.       In a nutshell (সংক্ষেপে)–– Tell the story in a nutshell.

f.        In the dark (অজ্ঞাত)–– I am in the dark about my son’s result.

g.       Wild goose chase (পশুশ্রম)–– Preparing yourself for the exam without suggestions is like wild goose chase nowadays.

6. Correct the following sentences (any five)                                                                                      5

a. He has heard her to sing a song.

Ans: He has heard her singing s song.

b. He neither wrote to me of phoned me.

Ans: He neither write nor phoned me.

c. If you invited him, he had come.

Ans: If you invited him, he would come.

d. That trip gave me a taste in foreign travel.

Ans: That trip gave me a taste for foreign  

         travel.

e. Wanted for a lady a piano sailing for  

     England.

Ans: A lady wanted a piano for sailing for  

        England.

f. I made her sing and dance.

Ans: I made her sing and dance.

g. He was used to work hard.

Ans: He used to work hard.

 

. বালাদেশ বিষয়াবলি; মান: ১৫

(যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে)     *=১৫

. পবিত্র কোরআন শরীফ সর্বপ্রথম বাংলায় কে অনুবাদ করেন? বাংলাদেশের কোন জেলায় তাঁর বাড়ি?

উত্তর: গিরিশচন্দ্র সেন বাঙালি মুলিমদের জন্য মুসলিম ধর্মগ্রন্থ বঙ্গানুবাদ মহাপুরুষদের জীবন  রচনা, বিশেষত বাংলা ভাষায় সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফ অনুবাদ করে অমর হয়ে আছেন বর্তমান নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামের তার বাড়ি (জন্ম-১৮৩৫, মৃত্যু-১৯১০)

 

. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বর্তমান রাষ্ট্রপতি দেশের কততম রাষ্ট্রপতি?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এডভোকেট দেশের ২০তম রাষ্ট্রপতি (২০.০৩.২০১৩-বর্তমান)

. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভাইস-চ্যান্সেলর কে ছিলেন? বাংলাপিডিয়া কোন সংস্থা কর্তৃক প্রকাশিত হয়?

উত্তর: স্যার এফ রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর (০১.০৭.১৯৩৪- ৩১.১২.১৯৩৬) তিনি ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক বাংলাপিডিয়া প্রকাশিত হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক এটি মার্চ ২০০৩ সালে ১০ খন্ডে প্রথম প্রকাশিত হয় বর্তমানে তা ১৪ খন্ডে প্রকাশিত হয় এটি বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ জাতীয় জ্ঞানকোষ

 

. বাংলাদেশের প্রথম নারী স্পিকার, প্রথম নারী বিচারপতি এবং প্রথম নারী উপাচার্য এর নাম লিখুন

উত্তর: বাংলাদেশের প্রথম নারী স্পিকার . শিরীন শারমিন চৌধুরী, প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা এবং প্রথম নারী উপাচার্য ফারজানা ইসলাম (জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়)

. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-কেবঙ্গবন্ধুউপাধি কে, কখন এবং কোথায় প্রদান করেন?

উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমে রেকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়র্দী উদ্যান) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকেবঙ্গবন্ধুউপাধিতে ভূষিত করেন

 

. বাংলাদেশের সংবিধান কত সালে প্রণয়ন করা হয় এবং তা কোন সালের কত তারিখে কার্যকর হয়?

উত্তর: ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয় এবং তা কার্যকর হয় ঐ সালের ১৬ ডিসেম্বর

 

আর্ন্তজাতিক বিষয়াবলী

(যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে)     *=১৫

. মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চকক্ষ নিম্নক্ষের নাম খি? লিখুন

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নামকংগ্রেস দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নামহাউস অব রিপ্রেজেন্টিটিভ’ (সদস্য ৪৩৫) এবং উচ্চকক্ষের নামসিনেট’ (সদস্য ১০০)

. কায়রো, প্যারিস, লন্ডন, বাগদাদ, দিল্লী বসরা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: কায়রো নীলনদ, প্যারিস সিন নদী, লন্ডন টেমস নদী, বাগদাদ টাইগ্রিস বা দজলা নদী, দিল্লী যমুনা নদী এবং বসরা টাইগ্রিস ইউফেট্রিস নদীর সংযোগস্থলের তীরবর্তী শহর

 

. মাতার তেরেসো কোন দেশে জন্মগ্রহণ করেন? তিনি কোন বিষয়ে নোবেল পুরষ্কার পান?

উত্তর: ২৬ আগষ্ট ১৯১০ তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলের ছোট গ্রাম স্কোপজের (বর্তমানে মেসিডোনিয়র রাজধানী) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন মাদার তেরেসা ১৯৭৯ সালে তিনি শান্তিতে নোবেল পুরুষ্কার লাভ করেন

 

১০. বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম কি?

উত্তর: বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি এটিদি হলি সিটিনামেও পরিচিত দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত

 

১১. বিখ্যাত গ্যাটিসবার্গ বক্তৃতা (Gettysburg Address) কে, কখন প্রদান করেন?

উত্তর: ১৯ নভেম্বর ১৮৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বিখ্যাত গ্যাটিসবার্গ বক্তৃতাটি (Gettysburg Address) প্রদান করেন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসালভেনিয়ার গ্যাটিসবার্গে ভাষণ দেন তিনি

১২. `A Long Walk to Freedom’–– কার আত্মজীবনী? তিনি কোন দেশের নাগরিক?

উত্তর: `A Long Walk to Freedom’ নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থ তার আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ `Conversations Myself’ তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট

 

বিজ্ঞান

(যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে)

১৩. বাংলাদেশে কোন বছর সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 এর সাথে যুক্ত হয়?

উত্তর: বাংলাদেশ ২০০৬ সালের মে মাসে সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 এর সাথে যুক্ত হয়  Information Technology-এর অংশ হলো সাবমেরিন ক্যাবল

কক্সবাজারের ঝিলংঝায়, বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন অবস্থিত

১৪. বায়োগ্যাসের এর কোন উপাদান জ্বালানির কাজে লাগে?

উত্তর: বায়োগ্যাসের যে উপাদনাটি জ্বালানির কাজে লাগে তা হলো মিথেন বায়োগ্যাসে শতকরা ৬০-৭০ ভাগ মিথেন থাকে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন মিথেন ছাড়াও এতে ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি হাইড্রোকার্বন উপস্থিত থাকে

 

১৫. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

উত্তর: সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে উপগ্রহ বেশি বৃতহস্পতির বৃহস্পতির উপগ্রহ সংখ্যা ৬৭টি বৃহস্পতি, সৌরজগতের বৃহত্তম গ্রহ সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব ৭৭. কোটি কিমি

১৬. মোবাইল ফোনে ব্যবহৃত SIM এর ইংরেজি পূর্ণরূপ কি?

উত্তর: মোবাইল ফোনে ব্যবহৃত SIM এর ইংরেজি পূর্ণরূপ হলোSubscriber Identity Module অথবা Subscriber Identification Module

১৭. চুল নখ কাটলে ব্যথা লাগে না কেন?

উত্তর: চুল নখ কাটলে ব্যথা লাগে না, কারণ হলো এদের মধ্যে কোন স্নায়ু নেই চুল নখ সাধারণত প্রোটিন দ্বারা তৈরি এর মধ্য দিয়ে রক্ত চলাচল করে না

 

১৮. SMOG কি? কিভাবে এর সৃষ্টি হয়?

উত্তর: SMOG শব্দটি Smoke(বাতাস) Fog (কুয়াশা) শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ SMOG শব্দটি একটি বিশেষ অর্থ বহন করে যার অর্থ দূষিত বাতাস

সালফার সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ বায়ুর সাথে মিশে ধোয়ার মতো কুয়াশাচ্ছন্ন পরিবেশ সৃষ্ট করে অবস্থা সাধারণত কল-কারখানা থেকে নির্গত বিভিন্ন গ্যাস থেকে সৃষ্টি হয় এটা জীবজন্তুর জন্য খুব খারাপ অবস্থা এবং হুমকিস্বরুপ

 

[ইংরেজি অথবা বাংলা যেকোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা যেতে পারে প্রার্থীগণকে টেকনিক্যাল বিষয়ে অথবা যেকোনো একটি গ্রুপের প্রশ্নের উত্তর দিতে হবে]

 

গ্রুপ-. কম্পিউটার বিজ্ঞান

[প্রার্থীগণকে ০১ ০২ নং প্রশ্নসহ মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে]

1. a. How many times the loop given below will get executed ?                                                     3

Void main (){

int i;

for (i=20, i=10; i<=20;i++)

printf (“In%d”,i);

}

 

b. Can the same memory chip be of both ROM and RAM types? Justify your answer.              3

Ans:-

Read-only memory (ROM) is a type of non-volatile memory used in computers and other electronic devices. Data stored in ROM cannot be electronically modified after the manufacture of the memory device. Read-only memory is useful for storing software that is rarely changed during the life of the system, sometimes known as firmware. Software applications for programmable devices can be distributed as plug-in cartridges containing read-only memory.

 

c. Suppose, you will have to write a class in object Oriented Programming Language for calculating the area and circumference of a circle, Write the class definition with any suitable OOP Language.

Ans:- Code in java

import java.util.Scanner;

class CircleDemo

{

   static Scanner sc = new Scanner(System.in);

   public static void main(String args[])

   {

      System.out.print("Enter the radius: ");

      /*We are storing the entered radius in double because a user can enter radius in decimals */

      double radius = sc.nextDouble();

      //Area = PI*radius*radius

      double area = Math.PI * (radius * radius);

      System.out.println("The area of circle is: " + area);

      //Circumference = 2*PI*radius

      double circumference= Math.PI * 2*radius;

      System.out.println( "The circumference of the circle is:"+circumference) ;

   }

}

Output:

Enter the radius: 1

The area of circle is: 3.141592653589793

The circumference of the circle is:6.283185307179586

 

d. Fill in the gaps:

The class of an IP address can be determined by the–– bits of the ––– byte of the IP address.

First four bits of the First byte

2. Write short notes on:                                       15                  

a. Interrupt Pointer Table,

 b. Database Normalization,

Ans:

NORMALIZATION is a database design technique that reduces data redundancy and eliminates undesirable characteristics like Insertion, Update and Deletion Anomalies. Normalization rules divides larger tables into smaller tables and links them using relationships. The purpose of Normalization in SQL is to eliminate redundant (repetitive) data and ensure data is stored logically.

Here is a list of Normal Forms

 

1NF (First Normal Form)

2NF (Second Normal Form)

3NF (Third Normal Form)

BCNF (Boyce-Codd Normal Form)

4NF (Fourth Normal Form)

5NF (Fifth Normal Form)

6NF (Sixth Normal Form)

The Theory of Data Normalization in SQL is still being developed further. For example, there are discussions even on 6th Normal Form. However, in most practical applications, normalization achieves its best in 3rd Normal Form.

1NF (First Normal Form) Rules:-

1.      Each table cell should contain a single value.

2.      Each record needs to be unique.

 

2NF (Second Normal Form) Rules:-

1.      Rule 1- Be in 1NF

2.      Rule 2- Single Column Primary Key

3NF (Third Normal Form) Rules:-

1.      Rule 1- Be in 2NF

2.      Rule 2- Has no transitive functional dependencies

To move our 2NF table into 3NF, we again need to again divide our table.

 

 

c. OSI Model

Ans:

OSI stands for Open System Interconnection is a reference model that describes how information from a software application in one computer moves through a physical medium to the software application in another computer.

1.      OSI consists of seven layers, and each layer performs a particular network function.

2.      OSI model was developed by the International Organization for Standardization (ISO) in 1984, and it is now considered as an architectural model for the inter-computer communications.

3.      OSI model divides the whole task into seven smaller and manageable tasks. Each layer is assigned a particular task.

4.      Each layer is self-contained, so that task assigned to each layer can be performed independently.

3.  a.  Write a C/C++ program to verify whether an  integer is a prime.                                               5

Solution in C++:

#include <iostream> 

using namespace std; 

int main() 

{ 

  int n, i, m=0, flag=0; 

  cout << "Enter the Number to check Prime: "; 

  cin >> n; 

  m=n/2; 

  for(i = 2; i <= m; i++) 

  { 

      if(n % i == 0) 

      { 

          cout<<"Number is not Prime."<<endl; 

          flag=1; 

          break; 

      } 

  } 

  if (flag==0) 

      cout << "Number is Prime."<<endl; 

  return 0; 

} 

b. Discuss advantages of networking.                                                                                             5

Ans:-

Advantages:-

1. Sharing devices such as printers saves money.

2. Site (software) licences are likely to be cheaper than buying several standalone licences.

3. Files can easily be shared between users.

4. Network users can communicate by email and instant messenger.

5. Security is good - users cannot see other users' files unlike on stand-alone machines.

6. Data is easy to backup as all the data is stored on the file server.

 

4.  a. Discuss the concept of Primary and Secondary Keys.                                                  5

    Ans:- Any table can potentially have a number of secondary keys. A primary key uniquely identifies each row in a table. ... The manufacturer, part number, and serial number are a natural (composite) primary key for tracking such inventory. (A key on a single column is simple, a key on multiple columns is called “composite”).

      b.   List CPU scheduling algorithms and their merits and demerits.                                5

   Ans:- A Scheduling Algorithm is the algorithm which tells us how much CPU time we can allocate to the processes.

1. First Come First Serve (FCFS):

Advantages –

It is simple and easy to understand.

Disadvantages –

The process with less execution time suffer i.e. waiting time is often quite long.

Favors CPU Bound process then I/O bound process.

Here, first process will get the CPU first, other processes can get CPU only after the current process has finished it’s execution. Now, suppose the first process has large burst time, and other processes have less burst time, then the processes will have to wait more unnecessarily, this will result in more average waiting time, i.e., Convey effect.

This effect results in lower CPU and device utilization.

FCFS algorithm is particularly troublesome for time-sharing systems, where it is important that each user get a share of the CPU at regular intervals.

2. Shortest Job First (SJF) [Preemptive and Non- Prememptive]:

Advantages –

Shortest jobs are favored.

It is provably optimal, in that it gives the minimum average waiting time for a given set of processes.

Disadvantages –

SJF may cause starvation, if shorter processes keep coming. This problem is solved by aging.

It cannot be implemented at the level of short term CPU scheduling.

3. Round Robin (RR):

Advantages –

Every process gets an equal share of the CPU.

RR is cyclic in nature, so there is no starvation.

Disadvantages –

Setting the quantum too short, increases the overhead and lowers the CPU efficiency, but setting it too long may cause poor response to short processes.

Average waiting time under the RR policy is often long.

4. Priority Based (PB):

Advantages –

This provides a good mechanism where the relative importance of each process maybe precisely defined.

Disadvantages –

If high priority processes use up a lot of CPU time, lower priority processes may starve and be postponed indefinitely.The situation where a process never gets scheduled to run is called starvation.

Another problem is deciding which process gets which priority level assigned to it.

5. Multilevel Queue Scheduling (MQS):

Advantages –

Application of separate scheduling for various kind of processes is possible.

System Process – FCFS

Interactive Process – SJF

Batch Process – RR

Student Process – PB

Disadvantages –

The lowest level process faces starvation problem.

6. Multilevel Feedback Queue Scheduling (MFQS):

Advantages –

Low scheduling overhead.

Allows aging, thus no starvation.

Disadvantages –

It’s not flexible.

It also requires some means of selecting values for all the parameters to define the best scheduler, thus it is also the most complex.

 

5.  a. Suppose, you have purchased 20 different items from a super-shop. Write a program to find the item with the minimum price (consider that the item prices are unieque).                                  6

 

programming code

#include <stdio.h>

int main()

{

    string item_name[20];

    int item_prince[20], minimum, c, location = 1;

    printf("Enter the price of item according :);

    for (c = 0; c < 20; c++)

{

      cin>>item_name[c];

        scanf("%d", &item_price[c]);     

}

    minimum = item_price[0];

    for (c = 1; c < size; c++)

    {

        if (item_prince[c] < minimum)

        {

           minimum = item_price[c];

           location = c;

        }

    }

    printf("Minimum price of item name is %s and price is = %d", item_name[location], minimum);

    return 0;

}

b. Explain the time-complexity of an algorithm.                                                                          4

Time complexity of an algorithm signifies the total time required by the program to run till its completion.

 

The time complexity of algorithms is most commonly expressed using the big O notation. It's an asymptotic notation to represent the time complexity.

Above we have a single statement. Its Time Complexity will be Constant. The running time of the statement will not change in relation to N.

for(i=0; i < N; i++)

{

    statement;

}

The time complexity for the above algorithm will be Linear. The running time of the loop is directly proportional to N. When N doubles, so does the running time.

 

for(i=0; i < N; i++)

{

    for(j=0; j < N;j++)

    {

    statement;

    }

}

This time, the time complexity for the above code will be Quadratic. The running time of the two loops is proportional to the square of N. When N doubles, the running time increases by N * N.

while(low <= high)

{

    mid = (low + high) / 2;

    if (target < list[mid])

        high = mid - 1;

    else if (target > list[mid])

        low = mid + 1;

    else break;

}

This is an algorithm to break a set of numbers into halves, to search a particular field(we will study this in detail later). Now, this algorithm will have a Logarithmic Time Complexity.

6.   a. Discuss fragmentation.                                                                                                            5

Fragmentation refers to the condition of a disk in which files are divided into pieces scattered around the disk. Fragmentation occurs naturally when you use a disk frequently, creating, deleting, and modifying files. At some point, the operating system needs to store parts of a file in noncontiguous clusters. This is entirely invisible to users, but it can slow down the speed at which data is accessed because the disk drive must search through different parts of the disk to put together a single file.

b. Write a note on dead-lock.                                                                                             5

A deadlock is a situation in which two computer programs sharing the same resource are effectively preventing each other from accessing the resource, resulting in both programs ceasing to function. The earliest computer operating systems ran only one program at a time.

A deadlock graph showing two processes and two resources.


Figure

In this graph, Process A is waiting for Resource R2 to be released by Process B to finish a task. At the same time, Process B is waiting for Resource R1 to be released by Process A to finish a task. The technical term for what is happening here is known as starvation. Process B cannot begin until Process A finishes, which would then prevent the whole system from moving forward if deadlocked. This is something operating systems have to deal with, and many techniques can be implemented to stop or prevent a deadlock from occurring altogether.

Prevention & Avoidance

A deadlock can occur if and only if all the following conditions in a system are fulfilled simultaneously. These conditions are called the Coffman conditions:

Mutual exclusion states that each resource can be assigned to only one process at a time

Circular wait means that a process is holding a resource and requires more of the resources which are being held by other processes

Resource holding is when one or more processes can hold and wait for other resources to become available for use

No preemption means the resources that have already been granted access in advance and cannot be taken away at that time

If you are aware of these four conditions, then you can follow them and hopefully avoid a deadlock from occurring altogether. There can also be a slight variation in a deadlock situation in which there are two or more processes that are in a constantly changing state, which is known as a livelock. The critical difference here is that the processes at play have not actually stopped at all but have instead just become too busy to respond to each other.

7. a. Discuss page replacement algorithms.                                                                                         5

Page Replacement Algorithms

The page replacement algorithm decides which memory page is to be replaced. The process of replacement is sometimes called swap out or write to disk. Page replacement is done when the requested page is not found in the main memory (page fault).

Types of Page Replacement Algorithms

There are various page replacement algorithms. Each algorithm has a different method by which the pages can be replaced.

Optimal Page Replacement algorithm → this algorithms replaces the page which will not be referred for so long in future. Although it can not be practically implementable but it can be used as a benchmark. Other algorithms are compared to this in terms of optimality.

Optimal Page replacement –

In this algorithm, pages are replaced which would not be used for the longest duration of time in the future.

Example-2:Consider the page references 7, 0, 1, 2, 0, 3, 0, 4, 2, 3, 0, 3, 2, with 4 page frame. Find number of page fault.

Initially all slots are empty, so when 7 0 1 2 are allocated to the empty slots —> 4 Page faults

0 is already there so —> 0 Page fault.

when 3 came it will take the place of 7 because it is not used for the longest duration of time in the future.—>1 Page fault.

0 is already there so —> 0 Page fault..

4 will takes place of 1 —> 1 Page Fault.

Now for the further page reference string —> 0 Page fault because they are already available in the memory.

Optimal page replacement is perfect, but not possible in practice as the operating system cannot know future requests. The use of Optimal Page replacement is to set up a benchmark so that other replacement algorithms can be analyzed against it.

Least recent used (LRU) page replacement algorithm → this algorithm replaces the page which has not been referred for a long time. This algorithm is just opposite to the optimal page replacement algorithm. In this, we look at the past instead of staring at future.

FIFO → in this algorithm, a queue is maintained. The page which is assigned the frame first will be replaced first. In other words, the page which resides at the rare end of the queue will be replaced on the every page fault.


b. List the layers of OSI model and discuss.                                                                       5

Ans:

OSI stands for Open System Interconnection is a reference model that describes how information from a software application in one computer moves through a physical medium to the software application in another computer.

5.      OSI consists of seven layers, and each layer performs a particular network function.

6.      OSI model was developed by the International Organization for Standardization (ISO) in 1984, and it is now considered as an architectural model for the inter-computer communications.

7.      OSI model divides the whole task into seven smaller and manageable tasks. Each layer is assigned a particular task.

8.      Each layer is self-contained, so that task assigned to each layer can be performed independently.



 

                        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ