তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও সহকারী প্রোগ্রামার-২০১৭
পরীক্ষার তারিখ: ৩১.০৭.২০১৭; নির্ধারিত সময়: ৩ ঘন্টা; পূর্ণমান: ২০০; কোড: চতুর্ভূজ
[প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র ব্যবহার করুন]
বাংলা মানঃ ৫০ ; বিষয় কোড:১০১
১. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন:
১৫
ক. মুক্তিযুদ্ধের মূল্যবোধ গণতান্ত্রিক দেশ গঠনের অন্যতম নির্দেশক শক্তি।
খ. বাংলাদেশের বেকার সমস্যা; কারণ ও প্রতিকারের উপায়।
গ. সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশের ঐতিহ্য।
ঘ. প্রাকৃতিক বিপর্যয় রোধ ও পরিবেশ সুরক্ষায় সরকারের জরুরী ভুমিকা ও
নীতিমালা গ্রহন প্রয়োজন।
ঙ. বাংলাদেশের নারীর ক্ষমতায়ন।
২. নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:
৫*৩=১৫
ক. উদাহরণসহ ণ-ত্ব বিধানও ষ-ত্ব বিধানের সংজ্ঞা দিন।
উত্তর: ণ-ত্ব বিধান: বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নাই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখঅর প্রয়োজন হয় না। সেজন্য বলা যায় তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধি বলে। যেমন: ঋণ, তৃণ, বর্ণ ইত্যাদি।
ষ-ত্ব বিধান: দেশি তদ্ভব ও বিদেশি শব্দে ষ- এর ব্যবহার নাই। শুধূ তৎসম শব্দে ষ-এর ব্যবহার রয়েছে। তাই বলা যায় তৎসম শব্দের বানানে ষ- এর ব্যবহার বিধিকে ষ-ত্ব বিধান বলে। যেমন: কষ্ট, ঋষি ইত্যাদি।
খ. বাংলা ভাষার সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
উত্তর: শব্দ গঠনের একটি নিয়ম হলো সমাস। পরস্পর সম্পর্কিত দুই বা তার বেশি শব্দ মিলে
একটি শব্দ গঠন করার নিয়মই সমাস। বাংলা ভাষায় সমাসের গুরত্ব অনেক। শব্দ
গঠন, ভাষা সংক্ষিপ্তকরণ, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি, গুণ সংযোজন, পরিভাষা সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে সমাসের বিশেষ প্রয়োজন।
গ. শুদ্ধ বানান লিখুন:
অত্যাধিক, গড্ডালিকা, ঐক্যতা ত্রীভুবন, উজ্জল।
উত্তর:
প্রদত্ত শব্দ |
শুদ্ধ বানান |
অত্যাধিক |
অত্যধিক |
গড্ডালিকা |
গড্ডলিকা |
ঐক্যতা |
ঐক্য |
ত্রীভুবন |
ত্রিভুবন |
উজ্জল |
উজ্জ্বল |
ঘ. বিপরীত শব্দ লিখুন:
প্রদত্ত শব্দ |
বিপরীত শব্দ |
নীরস |
সরস |
প্রফুল্ল |
ম্লান |
চিরায়ত |
সাময়িক |
দাতা |
গ্রহীতা |
তিরস্কার |
পুরস্কার |
ঙ. অর্থ নির্দেশ করে বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
আকাশে তোলা, চোখের পর্দা, নাড়ি-নক্ষত্র, কেতাদুরন্ত, খন্ড প্রলয়।
উত্তর: আকাশে তোলা (অতিরিক্ত প্রশংসা করা)- এসব বলে ছেলেটাকে আকাশে তুলো না, তাহলে লেখাপড়া ভেস্তে যাবে।
চোখের পর্দা ( চক্ষুলজ্জা)- চোখের পর্দা থাকলে মিলন এ কাজ করতে পারতো না।
নাড়ি-নক্ষত্র ( সকল তথ্য) নিজেকে আড়াল করার ছেষ্ট করোনা, কেননা তোমার নাড়ি- নক্ষত্র আমার জানা আছে।
কেতাদুরন্ত ( পরিপাটি)-ওহে বাপু শুধু কেতাদুরন্ত হলেই চলবে ন, কিছু বিদ্যাও থাকতে হবে।
খন্ড প্রলয় (তুমুল কান্ড) – গতকাল রহিম ও করিমের মধ্যে একটা খন্ড প্রলয় বেধে গিয়েছিল।
৩. যে কোনো একটি পত্র রচনা করুন:
১০
ক. আপনার এলাকার একজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো উপলক্ষে
আয়োজিত অনুষ্ঠানের জন্য একখানা নিমন্ত্রনপত্র রচনা করুন।
অথবা,
খ. আপনার এলাকার এডিস মশার উপদ্রব নিবারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র রচনা করুন।
তারিখ: ৩১ জুলাই ২০১৭
সম্পাদক
দৈনিক কালের কন্ঠ
প্লট-৩৭১/এ ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা
ঢাকা-১২২৯
বিষয়: সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন।
জনাব,
আপনার বহুল প্রচারিত ‘ দৈনিক কালের কণ্ঠ ’ পত্রিকায় আমার নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থহব।
নিবেদক
মো. হেলাল উদ্দিন
আলমডাঙ্গা , চুয়াডাঙ্গা
মশার উপদ্রবের প্রতিকার চাই
চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমডাঙ্গা উপজেলা একটা জনবহুল ও বধিষ্ণু এলাকা। ৩৮০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত আলমডাঙ্গা উপজেলার জনসংখ্যা তিন লক্ষাধিক। মোট জনসংখ্যার সিংহভাগই বসবাস করে শহর এবং শহরতলীতে। এখানে ব্যবসায়ী , চাকরিজীবি , ধনী,গরিবসহ বিভিন্ন পেশার মানুষের বসবাস। এ শহরটি একটি প্রথম শ্রেণির পৌরসভা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এলাকার পরিবেশ নিম্নমানের হওয়াতে বর্তমানে মশার উপদ্রব বেড়েছে। বর্তমানে মশার উপদ্রব বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই সঙ্গে এলাকায় হঠাৎ করে এসিড মশার আক্রন্ত হয়ে পড়েছে। এমনকি গত এক সপ্তাহে এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। এমনকি গত এক সপ্তাহে ডেঙ্গু জ্বরে ৪-৫ জন মৃত্যুবরণ করেছে। আবার অনেকে মৃত্যুর মুখে পতিত। এজন্য এলাকার বহু লোক চিকিৎসকের শরণাপন্ন হয়েছ্ । তাতেও এর উপদ্রব থেকে পুরোপুরি রক্ষা পাওয়া সম্ভব হচ্ছে না । কিন্তু সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এসিড মশা নিধনের কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাছাড়া এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি। তাই এলাকার লোকজন ডেঙ্গুজ্বরের ভয়ে বর্তমানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আবার বহু লোক আতঙ্কিত হয়ে এলাকা ত্যাগ করছে । এমতাবস্থায় মশার উপদ্রপ ও ডেঙ্গুজ্বরের ভয়াবহতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছি।
এলাকাবাসীর পক্ষে
মো. হেলাল উদ্দিন
আলমডাঙ্গা , চুয়াডাঙ্গা – ৭২১০|
৪. সারমর্ম লিখুন:
৫
একটা বরফের পিন্ড ও ঝরনার মধ্যে তফাৎ কোন খানে? না, বরফের পিন্ডের মধ্যে নিজস্ব গতি নাই তাকে বেঁধে টেনে নিয়ে গেলে সে চলে। কিন্তু ঝরনার যে গতি সে তারনিজের গতি। সে জন্য এই গতি তার ব্যাপ্তি, তার মুক্তি, তার সৌন্দর্য। এ জন্য গতি গতি পথে সে যত আঘত পায়, ততই তা তাকে বৈচিত্র্য ময় করে। বাধায় তার ক্ষতি নাই, চলায় তার শ্রান্তি নাই। মানুষের মনেও যখন রসের আর্বিভাব থাকে না, তখনই সে জড়পিন্ড, তখন ক্ষুধা, তৃষ্ঞা ভয় ভাবনাই তাকে ঠেলে কাজ করায়। তখন প্রতি কাজে , প্রতি পদেই তার ক্লান্তি। সেই রসহীন অবস্থাতে মানুষ অন্তরের নিশ্চলতা থেকে বাহিরেও কেবল বিস্তার করতে থাকে। তখন তার যত খুঁটিনাটি, যত আচার-বিচার যত শাস্ত্র-শাসন। তখন মানুষের মন গতিহীন বলেই বাইরেওে আষ্টে পৃষ্ঠে সে বন্ধ।
সারর্মম: স্থিতি জীবনে আনে স্থবিরতা, আর গতি জীবনে আনে সৌন্দর্য ও মুক্তি। জারগ্রস্ত মনকে আঁকড়ে ধরে নানা কসংষ্কার, নানা আচার-বিচারের শৃঙ্খল। তাই মনকে বরফ পিন্ডের মতো স্থবির না রেখে ঝরনার মতো গতিশীল করতে পারলেই মানবজীবন সার্থক হতে পারে।
৫. বাংলায় অনুবাদ কর: (০১টি) ৫
ক. The love of mother is never exhausted. It never changes; it never
tires. The father may turn his back on child, brothers and sister may
become deadly enemies and sisters. But a mother always remembers her
child’s smile.
খ. Bangladesh has its own National Flag. It stands for her
sovereignty and is the symbol of our national pride and prestige. It is
the symbol of our national hopes and ideal. All the Bangladeshis
honor the National flag. It is also honored by the people of all
other countries of the world as we do their National flag.
অনুবাদ: বাংলাদেশের রয়েছে এর নিজস্ব পতকা এটি বাংলাদেশের সার্বভৌমত্ব বোঝায় এবং এটি আমাদের জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক এটি আমাদের জাতীয় আশা ও আদর্শের প্রতীক সকল বাংলাদেশি জাতীয় পতাকাকে সম্মান করে পৃথিবীর অন্যান্য দেশের জনগন আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে যেভাবে আমরা তাদের জাতিয় পতাকার প্রতি সম্মান করি।
English ▫ Marks: 50 ▫ Subject code:102
1. Write an essay on anyone of the following using the hints given
below:
15
a. Higher Education in Bangladesh
[Hints: Introduction- What is meant by higher education? -
Condition of higher education in Bangladesh- How to improve the quality
of higher education in Bangladesh?- Conclusion]
b. Transport System of Bangladesh
[Hints : [introduction – Land communication -
Waterways – Airways- Problems in our communion sector –How to overcome
the problems – Conclusion ]
2. a. Write a letter to editor of an English daily
complaining against the reckless driving vehicles in the
streets. 10
Or.
b. Write a letter to your younger brother about the effects of
smoking and advisinf him not to smoke.
Sholakia , Kishoreganj
31 July, 2017
My dear Jahir ,
I received your letter a week ago . Many many thanks to you for your
sweer letter . But I was greatly taken aback by the news that you have
become a chain smoker . I think that you are knowledgeable enough
to realist the bad affects of smoking . Smoking is
detrimental to our health. It causes many dangerous diseases like cancer
, bronchitis and heart attack etc, It damages our lungs and reduces
our longevity. So smoking can be com[ared to suicide. Please do not
continue smoking to the detriment of your health It will be my pleasure
if you give up this bad habit as soon as possible .
No more today. Convey my best regards to yourj parents and love to
the youngers.
Yours ever
Saiful
From Saiful Sholakia ,
Keshoreganj |
stamp To Jahir Central Road, Dhaka |
3. Read the following passage carefully and answer the question that follow: 5
Styles in ciothing change more repklly because of fashion and necesity
. Why are dresses short one year and long the next ? The weather does
not vary that much from year to year.
You might try to explain changes in fashion using practical reasons. We
could say. for example . That short dresses are cooler in summer and
long dresses are warner in winter. But these explanations are not
satisfactory. Why not? Actually, the answer is that the need for variety
and the desire to be different are as important or more important than
that of practicaol reasons. Differences-even small differences-are
noticed immediately. Fashions usually change because people want to be
noticed. In recent years, a new element has been introduced into
fashion. It is the shock element. You shock people by doing something
unique. Some women, for example wear men’s dresses, while others wear
extremely short or extremely long dresses.
Questions:
a. Why changes in fashion cannot be explained by practical reasons?
Ans: Changes in fashion cannot be explained by practical reasons
because the need for variety and the desire to be different are as
important or more important than that of practical reasons.
b. Why do fashions usually change?
Ans: Fashions usually change because people want to be noticed.
c. What new element has been introduced into fashions?
Ans: The new shock element has been introduced into fashions.
d. How do you shock people?
Ans: We shock people by doing something unique.
e. What are some examples of the hock element in clothing styles?
Ans: Some examples of the shock element in clothing styles are some
women wear men’s dresses wile others wear extremely short or extremely
long dresses.
4. Fill in the gaps with appropriate preposition (any
five)
5*1=5
a. Try to adhere ––– your principles.
b. We should lay–––something against
rainy day.
c. Turn the––– TV.
d. They travelled ––– foot.
e. He comes ––– a good family.
f. The boy was run ––– by a bus.
g. Do not hanker ––– wealth.
Ans. a. to, b. aside, c. on d. on, e. of, f. over, g. after.
5. Frame sentences with the following
(any
five)
5*1=5
a. Take advantage of– The boy took advantage of my
weakness.
b. Put into practice– If we want to make good result , we have to put
teacher’s
suggestions into practice.
c. Out of temper– Father was out of temper when his son misbehaved with
him.
d. Off hand– I could not give the figures off hand.
e. With one voice– they agreed with me with one voice.
f. With view to– The man went to his village with a view to seeing his illing
mother.
g. On the sly– The thief entered the house on the sly.
6. Correct any five of the following
sentences: (any
five)
5*1=5
a. My brother visits me on alternative days.
Ans. My brother visits me on alternate
days.
b. The wages of sin are death.
Ans. The wages of sin is death.
c. You are not match to him.
Ans. You are not match for him.
d. Do you know who is he?
Ans. Do you know who he is?
e. Everyone likes a true man.
Ans. Everyone likes a truthful man.
f. Two-thirds of the players has left the field.
Ans. Two-thirds of the players have left the field.
g. She died by cholera.
Ans. She died of cholera.
সাধারন জ্ঞান: মান: ৪০: বিষয়কোড:১০৪
ক. বাংলাদেশ বিষয়াবলী; মান:১৫
( যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে) ৩*৫=১৫
১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবরি রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্ণেল (অব) এম এ জি ওসমানি এমএনএ।
২. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ও এই সৌধের স্থপতি কে?
উত্তর: বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭টি। ‘সম্মিলিত প্রয়াস’ নামে পরিচিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ১৬ ডিসেম্বর ১৯৮২ উদ্বোধন করা এ সৌধটি ঢাকার সাভারে অবস্থিত।
৩. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের বাউল কাকে সম্রাট বলা হয়? গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
উত্তর: বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে। ১৯৮১ সালে এ জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের বাউল সম্রাট বলা হয় শাহ আবদুল করিমকে। ‘গম্ভীরা’ বাংলাদেশের বৃহত্তম রাজশাহী অঞ্চলের লোক সংগীত। এ সংগীতের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহে।
৪. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী? CNG এর পূর্ণরুপ লিখুন। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তর: প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। CNG এর পূর্ণরুপ- Compressed Natural Gas। তিতাস গ্যাস ক্ষেত্রটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
৫. পূর্ণরূপ লিখুন: ক. BRTA খ. BARI গ. PPR
উত্তর: পূর্ণরূপ-
ক. BRTA- Bangladesh Road Transport Authority
খ. BARI- Bangladesh Agricultural Research Institute
গ. PPR- Public Procurement Rules.
৬. বাংলাদেশের দুটি পিতৃতান্ত্রিক এবং একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠির নাম লিখুন।
উত্তর: বাংলাদেশের নৃগোষ্ঠিগুলোর মধ্যে পিতৃতান্ত্রিক নৃগোষ্ঠির নাম চাকমা ও মারমা এবং একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠির নাম গারো।
উল্লেখ্য, বাংলাদেশের ৪৫টি উপজাতির মধ্যে খাসিয়া ও গারো ব্যতীত ৪৩ টি উপজাতিই পিতৃতান্ত্রিক।
৭. তিনজন বাঙালি নোবেল বিজয়ীর নাম লিখুন।
উত্তর: তিনজন বাঙালি নোবেল বিজয়ীর নাম হলো- রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মুহাম্মদ ইউনুস।
এদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে, অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে এবং ড. মুহাম্মদ ইউনুস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
৮. প্রথম আইসিসি ট্রপিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? চ্যাম্পিয়ন্স ট্রপি ২০১৭-তে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
উত্তর: প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন- রাকিবুল হাসান।
১-১৮ জুন ২০১৭ ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে বাংলাদেশ
দলের অধিনায়ক ছিলেন মাশরাফী বিন মর্তুজা।
খ. আন্তর্জাতিক বিষয়াবলী; মান:১৫
( যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে) ৩*৫=১৫
৯. ICJ এর পূর্ণরুপ কি? এর সদর দপ্তর কোথায়? ECJ-এর পূর্ণরূপ লিখুন।
উত্তর: ICJ এর পূর্ণরুপ- International Court of Justice। জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ICJ বা আন্তার্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালে।
ECJ এর পূর্ণরূপ–European Court of Justice.
ECJ ইউরোপীয় ইউনিয়নের (EU) সর্বোচ্চ আদালত। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ আদালতের সদর দপ্তর লুক্সেমবার্গে অবস্থিত।
১০. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংখ্যা (WHO) প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল ১৯৪৮ । এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। WHO জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
১১. নোবেল পুরুস্কার প্রবর্তকের পূর্ণনাম কী? তিনি কোন দেশের নাগরিক? এশিয়া মহাদেশের প্রথম নোবেল বিজয়ী কে?
উত্তর: নোবেল পুরস্কার প্রবর্তকের পূর্ণনাম আলফ্রেড বার্নার্ড নোবেল (১৮৩৩-১৮৯৬)। তিনি সুইডেনের নাগরিক। এশিয়া মহাদেশের প্রথম নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৯১৩ সালে সাহিত্যে এ পুরস্কার পান।
১২. বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি? এটি কোথায় অবস্থিত? এটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: বিশ্বের বৃহত্তম লাইব্রেরি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস। এ লাইব্রেরিটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত। লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ২৪ এপ্রিল ১৮০০।
১৩. হোয়াইট হাউজ ও হোয়াইট হল কী? এ দুটি কোথায় অবস্থিত?
উত্তর: ‘হোয়াইট হাউজ’ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং প্রধান প্রশাসনিক দপ্তর। আর ‘হোয়াইট হল’ হলো যুক্তরাজ্যের প্রশাসনিক সদর দপ্তর। ‘হোয়াইট হাউজ’ অবস্থিত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি তে এবং ‘হোয়াইট হল’ অবস্থিত যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে।
১৪. BRICS কোন ধরনের প্রতিষ্ঠান? কোন কোন দেশের সমন্বয়ে এটি গঠিত?
উত্তর: BRICS হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। BRICS পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত। দেশগুলো হলো– ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। মূলত এই পাঁচটি দেশের নামের আদ্যক্ষর নিয়ে BRICS নামটি গঠিত।
১৫. আর্জেন্টিনা ও চিলি কোন মহাদেশে অবস্থিত? আর্জেন্টিনার রাষ্ট্রীয় নাম ও মুদ্রার নাম কী?
উত্তর: আর্জেন্টিনা ও চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আর্জিন্টিনার রাষ্ট্রীয় নাম–আর্জেন্টাইন রিপাবলিক’ ও মুদ্রার নাম ‘পেসো’।
১৬. ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? ম্যাক্সিস গোর্কির ‘মা’ উপন্যাসটি মূল কোন ভাষায় রচিত?
উত্তর: ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন গায়ক ও গীতিকবি বব ডিলান। উল্লেখ্য, ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস (ICAN)। ম্যাক্সিম গোর্কি একজন রাশিয়ান ঔপন্যাসিক। তার বিখ্যাত ‘মা’ উপন্যাসটি রুশ ভাষায় রচিত।
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
( যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে) ২৫=১০
১৭. নাইট্রোজেন গ্যাস হতে কোন সার তৈরি হয়? তার নাম ও সংকেত লিখুন।
উত্তর: নাইট্রোজেন গ্যাস হতে ইউরিয়া সার তৈরি করা হয়। ইউরিয়া সারের সংকেত: NH2-CO- NH2
১৮. LAN এবং WAN-এর পূর্ণরূপ লিখুন।
উত্তর: LAN: LAN এর পূর্ণরূপ- Local Area Network। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শতাধিক কম্পিউটারের মধ্যে LAN ব্যবহৃত হয়।
WAN: WAN এর পূর্ণরূপ- Wide Area Network।
সাধারণত এক দেশের বিভিন্ন শহর বা বিভিন্ন দেশের কয়েকটি শহর বা বিভিন্ন দেশের
মধ্যে অবস্থিত কম্পিউটারকে নিয়ে এ নেটওয়ার্ক গঠিত।
১৯. LPG কী ? এর প্রধান গ্যাসগুলো কী কী?
উত্তর: LPG: LPG হলো- Liquefied Petroleum Gas বা তরলীভূত পেট্রোলিয়াম গ্যাস যা সিলিন্ডারে ভর্তি করে বিক্রি করা হয়। LPG এর প্রধান গ্যাসগুলো হলো প্রোপেন ও বিউটেন।
২০. NASA এর পূর্ণরূপ কী? এর সদর দপ্তর কোথায়?
উত্তর: NASA এর পূর্ণরূপ National Aeronautics and Space Administration। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
২১. ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রটির নাম কী? সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর : ভূমিকম্প পরিমাপের যন্ত্রের নাম সিসমোগ্রাফ। সুষম খাদ্যের উপাদান ৬টি। যেমন- ক, শর্করা; খ, আমিষ; গ, চর্বি; ঘ, ভিটামিন; ঙ, লবন (খনিজ); চ, পানি।
২২. ফরমালিন কী? এর দুটি ব্যবহার লিখুন।
উত্তর : ফরমালিন : মিথান্যাল বা ফরমালডিহাইডের সম্পৃক্ত 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।
ব্যবহার :
১. মৃত প্রাণী সংরক্ষন করার জন্য ব্যবহৃত হয়।
২. পরীকক্ষাগারে জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণে ব্যবহৃত হয়।
৩. পানির ঘনত্ব কত তাপমাত্রায় সবচেয়ে বেশি?
২৩. Lactometer কী?
উত্তর : পানির ঘনত্ব 4C তাপমাত্রায় সবচেয়ে বেশি, Lactometer হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র।
২৪. আকাশে রংধনু সৃষ্টির কারণ কী? গ্রিন হাউজ কী?
উত্তর : রংধনু হলো একটি দৃশ্যমান ধনুকাকৃতির আলোর রেখা যা বায়ুমন্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে সৃষ্টি হয়।
গ্রিন হাউজ : শীত প্রধান দেশে অত্যধিক ঠান্ডার কারণে কোনো গাছপালা জন্মাতে পারে না। তাই শীত প্রধান দেশে অত্যধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য কাঁচের তৈরি বিশেষ ঘরে শাক-সবজি গাছ-পালা লাগানো হয়। এই কাঁচের ঘরকেই গ্রিন হাউজ বলা হয়।
১. ক. Algorithm বলতে কী বোঝানো হয়ে থাকে?n-element array থেকে দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ক্ষদ্রতম element বের করার algorithm টি লিখুন। ৫*২=১০
An algorithm is a mathematical process to solve a problem using a finite
number of steps.
In the world of computers, an algorithm is the set of instructions that
defines not just what needs to be done but how to do it.
খ. একটি USB Bus- এর জন্য প্রয়োজনীয় অংশসমূহ block diagram সহ লিখুন।
· USB Function: A USB device that can transmit or receive data or control information over the bus and that provides a function. A function is typically implemented as a separate peripheral device that plugs into a port on a hub using a cable.
২. ক. (alpha-beta) pruning কীভাবে game planning- এ minimax search এর তুলনায় ভালো কাজ করে থাকে? উদাহরণসহ লিখুন।
7. Prune the second and third child nodes because alpha is now greater
than beta.
8. Hence, we get 3, 2, 2 at the left, center, and right MIN nodes,
respectively. And calculating MAX{3,2,2}, we get 3. Therefore, without
even looking at four leaves we could correctly find the minimax
decision.
৫*২=১০
খ. Artibial Neural Network (ANN)বলতে কী বোঝানো হয়? ANN-এর প্রেক্ষাপটে নিচের বিষয়গুলো বর্ণনা করুন:
i. Input এবং hidden layer:
ii. Weighis
iii. Activation
function
৩. ক. Public Key encryption বলতে কি বুঝানো হয়? উদাহরনসহ Digital Signature সম্পর্কে বিশদ লিখুন | ৫*২=১০
খ. mvaviY Operation System- Gi file wn‡m‡e †Kv‡bv data Rgv bv †i‡L database System G †Kb ivLv nq? RDBMS ej‡Z wK †evSv‡bv n‡q _v‡K?
4. K. cÖ‡qvRwbq wPÎmn data-warehouse e¨vL¨v wjLyb| Fact table Ges dimension table m¤ú‡K© D`vniYmn wjLyb| ৫*২=১০
Parameters |
Fact Table |
Dimension Table |
Definition |
Measurements, metrics or facts about a business process. |
Companion table to the fact table contains descriptive
attributes to be used as query constraining. |
Characteristic |
Located at the center of a star or snowflake schema and
surrounded by dimensions. |
Connected to the fact table and located at the edges of the
star or snowflake schema |
Design |
Defined by their grain or its most atomic level. |
Should be wordy, descriptive, complete, and quality
assured. |
Task |
Fact table is a measurable event for which dimension table data
is collected and is used for analysis and reporting. |
Collection of reference information about a business. |
Type of Data |
Facts tables could contain information like sales against a set
of dimensions like Product and Date. |
Evert dimension table contains attributes which describe the
details of the dimension. E.g., Product dimensions can contain
Product ID, Product Category, etc. |
Key |
Primary Key in fact table is mapped as foreign keys to
Dimensions. |
Dimension table has a primary key columns that uniquely
identifies each dimension. |
Storage |
Helps to store report labels and filter domain values in
dimension tables. |
Load detailed atomic data into dimensional structures. |
Hierarchy |
Does not contain Hierarchy |
Contains Hierarchies. For example Location could contain,
country, pin code, state, city, etc. |
L. IEEE-Gi cÖ`Ë softwere engineering-Gi msÁv wjLyb| softwere developmt life cycle (SDLC) Kx? †h‡Kv‡bv `ywU SDLC m¤ú‡K© wjLyb|
IEEE, in its standard 610.12-1990, defines software engineering as the
application of a systematic, disciplined, which is a computable approach
for the development, operation, and maintenance of software.
5. ক. Data communication ej‡Z Kx †evSv‡bv n‡q _v‡K? Simplex, helf-duplex Ges full dulplex- msÁv wjLyb|৫*২=১০
L. ISO OSI model Ges TCP/Ip model `ywUi ZzjbvgyjK Av‡jvPbv Kiæb| G‡`iI m¤ú‡K© wPÎI mshy³ Kiæb|
6. K. i. (2345)10- ‡K †n·v‡Wwm‡gj b¤^‡i iæcvšÍi Kiæb ৫*২=১০
ii. (ABCD)16- ‡K A±vj b¤^‡i iæcvšÍi Kiæb|
খ. বাইনারিতে নিম্নোক্ত অঙ্কগুলো করুন।
i. (111111)2*(1111)2
ii. (100101)2-(101011)2
৭. ক. একটি operating dydtem- এর মুল কাজ কী? বিশদ ব্যাখ্যা করুন।
৫*২=১০
খ. ROM এবং RAM-এর গঠনগত পার্থক্য লিখুন। EPROM এবং EEPROM বলতে কী বোঝানো হয়?
Differentiate between ROM and RAM, What is EPROM and EEPROM?
RAM |
ROM |
|
Basic |
It is a read-write memory. |
It is read only memory. |
Use |
Used to store the data that has to be currently processed by
CPU temporarily. |
It stores the instructions required during bootstrap of the
computer. |
Volatility |
It is a volatile memory. |
It is a nonvolatile memory. |
Stands for |
Random Access Memory. |
Read Only Memory. |
Modification |
Data in RAM can be modified. |
Data in ROM can not be modified. |
Capacity |
RAM sizes from 64 MB to 4GB. |
ROM is comparatively smaller than RAM. |
Cost |
RAM is a costlier memory. |
ROM is comparatively cheaper than RAM. |
Type |
Types of RAM are static RAM and dynamic RAM. |
Types of ROM are PROM, EPROM, EEPROM.15.
Describe about Firewalls, Microcontroller, COCOMO, Query
Optimization, Genetic Algorithm And Unified modeling
language.\ |
PROM |
EPROM |
|
Expands to |
Programmable Read Only Memory |
Erasable Programmable Read Only Memory |
Basic |
The chip is one-time programmable only. |
The chip is reprogrammable. |
Cost |
Inexpensive |
Costly as compared to PROM. |
Construction |
PROM is encased in a plastic covering. |
A transparent quartz window covers EPROM. |
Storage endurance |
High |
Low comparatively. |
৮. নিচের যে কোনো ৪ (চার) টি সংক্ষেপে লিখুন।
৪*২.৫=১০
ক. Fire walls
খ. COCOMO II
গ. মাইক্রোকোন্ট্রোলার
ঘ. Query Optimization
ঙ. Genetic algorithm
চ. Unified modeling language
1 মন্তব্যসমূহ
আপনাদের যেকোন মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, কিংবা কোন প্রশ্নের সলিউশন প্রয়োজন হলে সেই প্রশ্নটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা ইন্সলাহ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব।
উত্তরমুছুনধন্যবাদ সবাইকে