আইটি, কম্পিউটার ইঞ্জিনিয়ার তথা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স গ্রেজুয়েট যারা গভারমেন্ট,স্বায়ত্তশাসিত,পাবলিক লিমিটেড তথা প্রতিষ্ঠিত সফটওয়ার ফার্মে যারা চাকুরি খুজছেন তাদের জন্য আমরা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন পোস্টে কমরত তাদের কিছু দায়িত্ব থেকেই যায়, আমাদের জুনিয়রদের গাইড করার ব্যাপারে। আমরা মনে প্রানে বিশ্বাস করি যে, আমাদের জুনিয়রা আমাদের চাইতে অনেক অনেকগুন পারদর্শী তারপরও যদি এই গাইডলাইন গুলো হয়ত আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছু প্রশ্ন

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছু প্রশ্ন

১). অসমাপ্ত আত্মজীবনীবইটির লেখকের নাম কী?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?

উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

৩). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?

উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

৪). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?

উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।

৫). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?

উত্তর: ২৪ নম্বর কক্ষে।

৬). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?

উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।

৭). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?

উত্তর: ১৯৪৬ সালে।

৮). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?

উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।

৯). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?

উত্তর: আইন বিভাগের।

১০). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?

উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।

১১). বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?

উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।

১২). ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?

উত্তর: যুগ্ম সম্পাদক।

১৩). ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?

উত্তর: ১৪ ফেব্রুয়ারি।

১৪). যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?

উত্তর: গোপালগঞ্জ আসনে।

১৫). বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?

উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।

১৬). ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?

উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।

১৭). বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?

উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬

১৮). আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?

উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।

১৯). বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?

উত্তর: ২৩ মার্চ ১৯৬৬

২০). কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?

উত্তর: লাহোর প্রস্তাব

২১).  ছয়দফার প্রথম দফা কি ছিল?

উত্তর: স্বায়ত্বশাসন

২২). বাঙালি জাতির মুক্তির সনদহিসেবে পরিচিত কোনটি?

উত্তর: ছয় দফা।

২৩). আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?

উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু  ছিলেন ১ নং আসামী।

২৪). আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?

উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।

২৫). শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুউপাধিতে ভূষিত করা হয় কত সালে?

উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

২৬).শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুউপাধি কে দেন?

উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

২৭). কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?

উত্তর: রেসকোর্স ময়দানে।

২৮). বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশনামকরন করেন কত সালে?

উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।

২৯). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?

উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।

৩০). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?

উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

৩১). বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?

উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

৩২). ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।

৩৩). বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?

উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

৩৪). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।

৩৫). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

৩৬). বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?

উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

৩৭). বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?

উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।

৩৮). বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?

উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

৩৯). বঙ্গবন্ধুর ছেলেমেয়ে কত জন? তাদের নাম কী?

উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল

৪০). বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।


                                বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে আরো কিছু প্রশ্ন

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল?

উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হয়েছিল।

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল?

উত্তর: কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যসহ সর্বস্তরের নারী-পুরুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল।

প্রশ্ন: মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?

উত্তর: মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং ১৭ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল।

প্রশ্ন: মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন।

প্রশ্ন: মুক্তিবাহিনী কবে গঠিত হয়?

উত্তর: মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকারের উদ্যোগে ১৯৭১ সালের ১১ই জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তর: মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

উত্তর: প্রতিবছর ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?

উত্তর: মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ লোক প্রাণ হারায়।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?

উত্তর: মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি চারটি। যথাবীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।

প্রশ্ন: কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল?

উত্তর: সামরিক ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল।

প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি কোনটি?

উত্তর: মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল জয় বাংলা

প্রশ্ন: পাকিস্তানি হানাদারদের বুক ভয়ে কেন কেঁপে উঠত?

উত্তর: জয় বাংলাধ্বনি শুনলে পাকিস্তানি হানাদারদের বুক ভয়ে কেঁপে উঠত।

প্রশ্ন: অপারেশন সার্চলাইট কী?

উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলার মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ শুরু হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট।

 

        মুক্তিযুদ্ধ বিষয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের বিশেষ আয়োজন।

১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কী?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিলো?

উত্তরঃ দুই নম্বর সেক্টর

৩. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?

উত্তর : ইয়াহিয়া খান

৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?

উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)

৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত ছিলো?

উত্তরঃ প্রায় দশ লক্ষ

৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?

উত্তরঃ এম. মনসুর আলি।

৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?

উত্তরঃ এম. এফ

৮.রাজাকার বাহিনি গঠন করেন কে?

উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ

৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?

উত্তরঃ ৩রা নভেম্বর

১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

উত্তরঃ সেগুনবাগিচা

১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?

উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট

১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?

উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই

১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তর: ১১টি সেক্টরে

১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

উত্তর: ১৪ ডিসেম্বর

১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?

উত্তর: প্রায় ৩০ লাখ

১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?

উত্তর: চারটি

১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?

উত্তর: জয় বাংলা

১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?

উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর

২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভু‌র্ক্ত ছিল?

উত্তরঃ ১০নং সেক্টরে

২১. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?

উত্তরঃ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ

২২. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?

উ: ২৩ মার্চ ১৯৬৬

২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম

২৪. কেফোর্সের অধিনায়ক কে ছিলেন?

উত্তরঃ মেজর খালেদ মোশারফ

২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?

উত্তরঃ মুক্তিফৌজ

২৬. কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনকঘোষনা করা হয় ?

উ: ৩ মার্চ ১৯৭১

২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?

উত্তরঃ ৬৭৬ জন

২৮.মুক্তিযুদ্ধে বীরপ্রতীকখেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে?

উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি

২৯. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩

৩০. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল

উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১

৩১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী

৩২.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??

উত্তরঃ তাজউদ্দিন আহমেদ

৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম উত্তরঃ যশোর

৩৪. মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?

উত্তরঃ যুক্তরাজ্য

৩৫.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?

উত্তরঃ অপারেশন সার্চ লাইট

৩৬.কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?

উত্তরঃ১৪ই ডিসেম্বর

৩৭. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?

উত্তরঃ ভারত সরকার

৩৮. মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক?

উত্তরঃ বিবিসি

৩৯.সাইমন ড্রিং কে ছিলেন?

উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক

৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীকখেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?

উত্তরঃ ডাচ

৪১.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?

উত্তরঃ ৩ টি

৪২.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?

উত্তরঃ ঢাকা সেনানিবাসে।

৪৩. বাংলার মুক্তি সনদহিসেবে কি পরিচিত?

উত্তরঃ ৭ই মার্চের ভাষন

৪৪.সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট’?

উত্তরঃ আইভরি কোস্ট

৪৫. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?

উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব

৪৬. ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?

উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো

৪৭. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?

উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী

৪৮.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতনকোথায় অবস্থিত?

উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস

৪৯. এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?

উত্তরঃ ৩রা মার্চ

৫০. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?

উত্তরঃ ৬০ টি



 সূত্র: উইকিপিডিয়া, বিবিসি, বিভিন্ন পত্রিকা ও ব্লগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ